X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাসায় ডেকে সোনার পায়েল উপহার দিলেন পরী!

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩

পরীমণি ও রাজ রিপা- দুজনই সহকর্মী। কিন্তু একই ছবিতে করা হয়নি কোনও কাজ। ৩০টিরও বেশিতে পরী কাজ করলেও উত্তরসূরি রাজ রিপার মুখ্য ভূমিকায় এখনও কোনও ছবি মুক্তি পায়নি। 

সেভাবে তাই যোগাযোগ না হলেও পরী মুক্তির আন্দোলনে সরব দেখা গিয়েছিল এই নবাগতাকে। আর তাই জেলফেরত পরী বাসা আসামাত্র কাছে ডেকে নিলেন তাকে। 

উপহার হিসেবে দিলেন নিজের সোনার পায়েল। আপ্লুত রাজ রিপা বড় বোন সম্বোধন করে সে ছবি ফেসবুকে শেয়ারও করেছেন। 

রাজ রিপা বলেন, ‘পরীমণি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। একই ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ হলেও তার সঙ্গে দেখা করা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাবো। সেটাই হলো।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আপুর আপ্যায়নে আমি মুগ্ধ। একটা মানুষ এত সুইট হয় কীভাবে!’

দু’জনের পায়ে পায়েল ২৭ দিনের কারাবন্দীর পর পরীমণি বাসায় ফিরেছেন গত ১ সেপ্টেম্বর। এরপর দিনই তার সঙ্গে দেখা করেন রাজ রিপা। পরীও তাকে ‘ছোট বোন’ বলে সেসময় নিজের পায়ের পায়েল খুলে রাজ রিপাকে দেন। দুজনে দু’পায়ে ফটোসেশনও করেন।

অন্যদিকে, পরী বন্দি থাকা অবস্থায় ব্যানার হাতে শাহবাগে দাঁড়িয়েছিলেন রাজ রিপা। সেসময় পরীকে ‘বড় বোন’ সম্বোধন করেন তিনি।

নবাগত এ চিত্রনায়িকা বর্তমানে অভিনয় করেছেন ‘মুক্তি’ নামের একটি সিনেমায়। এছাড়াও তাকে দেখা গেছে ‘পোড়ামন ২’-এ। 

/এম/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র