X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৭ ব্যান্ড নিয়ে আবারও ফিরছে কনসার্ট

বিনোদন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩

অনেক দিন পর আবারও মঞ্চে দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোকে। করোনাকালীন দীর্ঘ বিধিনিষেধের পর ফের আয়োজন হচ্ছে বড় কনসার্ট।

ইন্টারন্যাশনাল কফি ডে উপলক্ষে আগামী ১ অক্টোবর এটি অনুষ্ঠিত হবে। এর নাম রাখা হয়েছে- ‘কফি কার্নিভ্যাল, ঢাকা’। এতে অংশ নেবে আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, অ্যাভোয়েডরাফা, আরেকটা রক ব্যান্ড, সাভেজেরি ও এনকোর।

কনসার্টটির আয়োজক ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির ক্যাম্পেইন অপারেশন ডিরেক্টর শেখ মাহদি হাসান বলেন, ‌‘লকডাউনের পর রেস্টুরেন্টভিত্তিক ছোট কিছু আয়োজন এর আগে হয়েছে। তবে বড় পরিসরে আমাদের এটি হতে যাচ্ছে। যেখানে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড অংশ নেবে। আশা করি, কফির সঙ্গে এই কনসার্টটি খুবই উপভোগ্য হবে।’

১ অক্টোবর বিকাল ৪টার দিকে বসুন্ধরার আইসিসিবির পুষ্পগুচ্ছতে কনসার্টটি হবে, যা চলবে রাত ১০টা পর্যন্ত। তবে ইভেন্টের জন্য দুপুর ১টা ৩০ মিনিটেই গেট খুলে দেওয়া হবে। শ্রোতারা ২ হাজার টাকা দর্শনীর বিনিময়ে এটি উপভোগ করতে পারবেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!