X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পাগলের বেশে আজিজুল হাকিমের ফেরা

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৪:২২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:০৩

টানা দুই বছর পর চলচ্চিত্র ক্যানভাসে ফিরলেন নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। এই ফেরাটা তার জন্য যেমন বিশেষ; তেমনি দর্শকদের জন্যেও বহন করছে ভিন্নমাত্রা। কারণ, মাঝে করোনায় আক্রান্ত হয়ে এই অভিনেতার অবস্থা হয়েছিল বেশ সংকটাপন্ন।

আজিজুল হাকিমের ভাষ্যে, ‘এটা আমার জন্য নতুন জীবন। তাই সবকিছু নতুন করে শুরু করছি। এরমধ্যে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি ওয়ালটনের সঙ্গে। এরপর যুক্ত হলাম এস এ হক অলীকের চলচ্চিত্রে। মোট মিলিয়ে, নতুন এই জীবনটাকে প্রাণভরে উপভোগ করছি।’

আজিজুল হাকিম সর্বশেষ অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ছবিতে। এতে তিনি পিতার চরিত্রে অভিনয় করেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করে ভালো প্রশংসা কুড়ান তিনি। দুই বছর পর এবার তিনি আসছেন আলোচিত ‘গলুই’ ছবিতে পাগলের বেশে। এতে আজিজুল হাকিম অভিনয় করছেন শাকিব খানের চাচার চরিত্রে। দু’জনার মধ্যকার আত্মিক সম্পর্ক নিয়েই মূলত ছবিটির গল্প এগিয়েছে বলে জানা যায়।

একটি দৃশ্যে আজিজুল হাকিম ও শাকিব খান হাকিম বলেন, ‘এটা বড় ক্যানভাসের সিনেমা। সহশিল্পী হিসেবে প্রথমবার শাকিব খানকে পেলাম। একসঙ্গে কাজ করে বুঝলাম, সে আসলেই অসাধারণ। আমার চরিত্রটি পাগলের হলেও বেশ গুরুত্বপূর্ণ। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই নির্মাতা অলীক, প্রযোজক খসরু আর নায়ক শাকিব খানের প্রতি। তারা আমাকে এই চরিত্রের যোগ্য ভেবেছেন বলে।’ 

জামালপুরের বিভিন্ন লোকেশনে প্রায় দেড় মাস চলছে ছবিটির শুটিং। এই চলচ্চিত্রে আরও রয়েছেন   অভিনেত্রী সুচরিতা ও পূজা চেরী। দুই ধাপে শুটিং শেষে চলতি মাসের শেষে শেষধাপের শুটিংয়ে অংশ নেবেন আজিজুল হাকিম। যাবেন  টাঙ্গাইলের ধনবাড়ির মহেরা জমিদার বাড়িতে।

সরকারি অনুদানের এই ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত হাকিম। তিনি বলেন, ‘গল্পটির মূল শক্তি গ্রাম বাংলার চিরায়ত রূপ। প্রতিটি চরিত্র খুবই সমৃদ্ধ। অভিনয়ের সুযোগটা পেয়েছি এখানে। আমার ধারণা দর্শক হৃদয় জয় করবে ছবিটি।’ পাগলের চরিত্রে আজিজুল হাকিম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!