X
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮
সেকশনস

রাতেই কি বিয়ে করেছেন ‘ভিক্যাট’?

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৪২

বেশ কয়েকটি ভারতীয় পত্রিকার দাবি, গতকাল (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাতের যে কোনও সময়ে আইনি বিয়েটা সেরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে বিয়ে করেছেন ‘ভিক্যাট’ (ভিকি এবং ক্যাটরিনাকে যে নামে ডাকা হয়)। কিন্তু আইনি বিয়ে নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হলো।

সাংবাদিকদের দৌলতে ক্যাটরিনার দেখা পাওয়া গেল ‍মুম্বাই শহরেই। জিম সেরে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে কি আইনি বিয়ে হয়নি ক্যাটরিনা-ভিকির? নাকি বিয়ে করে নিয়েছেন এরই মাঝে এবং কেউ টের পায়নি? উত্তর পেতে সময় লাগবে। 

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, বিয়ের বিষয়টি এগিয়ে নিতে ভিকি ও তার পরিবার গিয়েছিলেন ক্যাটরিনার বাসায়। সেখানে কোনও স্বাক্ষর হয়নি। বিয়েটা হবে আগামী ৯ ডিসেম্বর, রাজস্থানে। 

রাতেই কি বিয়ে করেছেন ‘ভিক্যাট’? অন্যদিকে, রাজস্থানের রিসোর্ট সিক্স সেন্স-এ বিলাসবহুল প্রাসাদের কিছু ছবি প্রকাশ করেছে একটি সংবাদমাধ্যম। 

জানা যায়, ডিসেম্বরের ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত বুক করা হয়েছে সেই প্রাসাদ তথা হোটেল। ৪৮টি বিশাল ঘর রয়েছে সেখানে। এক রাতের জন্য যার একটি স্যুইটের ভাড়া ৮০ হাজারের বেশি। সেখানেই রানি-রাজকুমারি স্যুইটের ভাড়া প্রায় ৩ লাখ টাকা।
 
এছাড়াও আয়োজনে অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। রাতেই কি বিয়ে করেছেন ‘ভিক্যাট’?

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

/এম/এমএম/
সম্পর্কিত
তিন বছরে তিন গুণ!
তিন বছরে তিন গুণ!
সংসার ভাঙলো ধানুশের   
সংসার ভাঙলো ধানুশের  
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
বিচারকের আসনে শাফিন-ইমন
বিচারকের আসনে শাফিন-ইমন

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
তিন বছরে তিন গুণ!
তিন বছরে তিন গুণ!
সংসার ভাঙলো ধানুশের   
সংসার ভাঙলো ধানুশের  
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
বিচারকের আসনে শাফিন-ইমন
বিচারকের আসনে শাফিন-ইমন
ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল হলো মিমের
ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল হলো মিমের
© 2022 Bangla Tribune