X
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮
সেকশনস

ফেসবুক তো আমার বিচ্ছেদ নির্ধারণ করবে না: পূজা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৩২

২০১৭ সালে ১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন মডেল অর্ণব অন্তু ও গায়িকা বাঁধন সরকার পূজা। এরপর বেশ কিছু কাজে তাদের একসঙ্গে পাওয়া গেছে।
 
অন্যদিকে তাদের সংসার নিয়েও রয়েছে গুঞ্জন। সেটাই যেন আরও গতি পায় অন্তুর এক ফেসবুক স্ট্যাটাসে। তিনি গতকাল (৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে লেখেন, ‘মহানের কাছে সুস্থ ও সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’ 

যার অর্থ- পূজার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই মডেল ও গায়ক। তবে অন্তুর এমন সিদ্ধান্তের বিপরীতে বিস্ময় প্রকাশ করেছেন স্ত্রী পূজা। বিষয়টি প্রসঙ্গে তার একেবারেই জানা নেই বলে দাবি করলেন তিনি।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ওর (অন্তু) স্ট্যাটাস দেওয়ার আগেও সন্ধ্যায় (শুক্রবার) কথা হয়েছে আমার। সে যে এমন স্ট্যাটাস দেবে তা আমি জানতামই না। কখনও সামনাসামনি এমন প্রসঙ্গে তোলেনি।’

পূজার দাবি, শুধু তিনি নন, এই বিচ্ছেদের ঘোষণা সম্পর্কে তাদের দুই পরিবারের সদস্যরাও কিছু জানে না।

এই গায়িকার ভাষ্য, ‘ভার্চুয়ালি কোনও স্ট্যাটাস দিলেই সেটা সত্য হয়ে যায় না। শুধু আমিই না, আমার বা ওর (অন্তু) পরিবারের কেউই জানে না এ সম্পর্কে। ফেসবুকে তো আমার বিচ্ছেদ নির্ধারণ করবে না।’ 

বিষয়টি নিয়ে যেহেতু জটিলতা তৈরি হয়েছে তাই পারিবারিকভাবে এর সমাধান করতে চান পূজা। 

‘এটুকু বলবো, আমি এখনো পর্যন্ত বিবাহিত। আমাদের মধ্যে বিচ্ছেদের কিছুই হয়নি। কিছুদিন আগেও আমরা একসঙ্গে কাজ করেছি মিউজিক ভিডিওতে। আর এখন যদি ও (অন্তু) থাকতে না চায়, তাহলে পারিবারিকভাবে বসুক। আইনগতভাবে সব শেষ হোক। ও কেন এমন স্ট্যাটাস দিলো আর ওর মনের মধ্যে কী চলছে; আমি জানি না। হয়তো ও এরকম কিছু চাচ্ছে, কিন্তু আমাকে বলতে পারছে না।’- বললেন তিনি। 

তবে স্ট্যাটাস দেওয়ার পর অন্তুর সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে পূজা জানান, কথা হয়েছে। কেন এমন স্ট্যাটাস দিয়েছে- সেটাও শুনেছেন তিনি। তবে আপাতত সংবাদমাধ্যমে এগুলো প্রসঙ্গ তুলতে চাইছেন না পূজা।

অর্ণব অন্তু ও বাঁধন সরকার পূজার প্রথম পরিচয় ঘটে একটি গানের ভিডিও শুটিংয়ে। ২০১৬ সালে বেলাল খান-পূজার গাওয়া ‘অবুঝ পাখি’ নামের গানটির দৃশ্যধারণ হয় সুন্দরবনে। সেই গানে মডেল হিসেবে কাজ করেছেন অর্ণব অন্তু। মূলত সেখান থেকেই দু’জনের পরিচয়, বন্ধুত্ব এবং ভালোবাসার সূত্রপাত। অতঃপর তারা ২০১৭ সালে ঢাক-ঢোল বাজিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।

/এম/এমএম/
সম্পর্কিত
তিন বছরে তিন গুণ!
তিন বছরে তিন গুণ!
সংসার ভাঙলো ধানুশের   
সংসার ভাঙলো ধানুশের  
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
বিচারকের আসনে শাফিন-ইমন
বিচারকের আসনে শাফিন-ইমন

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
তিন বছরে তিন গুণ!
তিন বছরে তিন গুণ!
সংসার ভাঙলো ধানুশের   
সংসার ভাঙলো ধানুশের  
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন
বিচারকের আসনে শাফিন-ইমন
বিচারকের আসনে শাফিন-ইমন
ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল হলো মিমের
ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল হলো মিমের
© 2022 Bangla Tribune