X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নায়িকাই হচ্ছেন গায়িকা

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৪

বাংলাদেশের ছবিতে প্রথমবার অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ছবির নাম ‘প্রিয়া রে’। এতে তার বিপরীতে আছেন ঢালিউডের তরুণ নায়ক শান্ত খান

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং করতে দুই মাস পর আবারও চাঁদপুরে এসেছেন কৌশানি।
 
শুটিং শেষ করে নায়িকা জানালেন নতুন খবর। ছবির ‘তুমি এমনি করে থাকো’ শিরোনামে গানে কণ্ঠ দেবেন তিনি। এর সুর ও সংগীত করেছেন বেলাল খান। এর আগে, গানটির একটি ভার্সন গেয়েছেন অবন্তী সিঁথি। সেটিই এবার নতুন করে গাইবেন কৌশানি। আগামী ৮ জানুয়ারি ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ড হবে বলে জানান তিনি। 

নায়িকা বললেন, ‘বহুবারই গানের প্রস্তাব পেয়েছি। কিন্তু সাহসে কুলায়নি। এই গানের কথা ও সুর এত পছন্দ হয়েছে যে লোভ সামলাতে পারলাম না। পরিচালককে অনুরোধ করলাম, আমাকে দিয়ে একটি ভার্সন গাওয়ানোর। এখন এর জন্য আমি প্রতিদিনই প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত গান গাইছি। আশা করি, সুরটা ভালোভাবে কণ্ঠে ধারণ করতে পারবো।’

ছবিটি নির্মাণ করছেন পূজন মজুমদার। তিনি জানান, গানটির শুটিং করার সময় কৌশানি গুন গুন করে গাইতেন। গত ৩০ ডিসেম্বর তিনি জানান, এটি গাইতে চান। ছবির প্রচারণায় তার গাওয়া গানটি ভূমিকা রাখবে বলে আশা করছেন এই নির্মাতা।

এদিকে, গতকাল (৪ ডিসেম্বর) বিকালের ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন কৌশানি। যাওয়ার আগে তিনি জানিয়ে গেছেন, শাপলা মিডিয়ার প্রযোজনায় আরও দুটি সিনেমায় অভিনয় করবেন। এগুলো হলো, ‘আর্তনাদ’ ও ‘মিঠাই’। পরিচালনায় আছেন জাকির হোসেন রাজু ও শামীম আহমেদ রনী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু