X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্যে বাড়ির নামফলকের গল্প

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৬:০৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬:০৯

বাড়ির নামকরণের গল্প এবং নামফলক সংরক্ষণের ঘটনা নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেমপ্লেট’।

জীবন শাহাদাতের গল্প অবলম্বনে লেখক নিজেই এটি নির্মাণ করেছেন।

গল্পটি এমন, সৌখিন ফটোগ্রাফার মাহি ভ্যাকেশন কাটাতে যায় মফস্বল শহরে ফুপুর বাড়িতে। সেখানে ছবি তুলতে গিয়ে তার নজরে পড়ে একটি বাড়ির সুন্দর নামফলক। বাড়ির বৃদ্ধ মালিকের সাথে কথা বলে জানতে পারে, স্ত্রীর নামের সাথে মিল রেখে ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি এই নাম রেখেছিলেন। 

স্ত্রীর মৃত্যুর পঁচিশ বছর পর পর্যন্ত আজও তিনি এই নেমপ্লেটের মধ্যে নিজের স্মৃতি জিইয়ে রেখেছেন, তাই এই বাড়ি ভাংতে দেননি। সেই রাতে বৃদ্ধ লোকের কথা মাহির মনে বারবার বাজতে থাকে। সেই ভাবনা থেকে মাহি উদ্যোগ নেয় বাড়িগুলোর সুন্দর নেমপ্লেটগুলোর ছবি ফ্রেমেবন্ধী করে সংরক্ষণ করার।

এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মাহিরা হাসান। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ প্রমুখ। 

সিনেমাটোগ্রাফি করেছেন শাহারিয়ার চয়ন। প্রযোজনা করেছে ড্রিম মেকিং প্রোডাকশন।

নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘গল্পটা আমার হলেও চলচ্চিত্রটি নির্মাণের মূল ভাবনায় ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থী দময়ন্তী ভদ্র। এটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর লক্ষ্যে নির্মাণ করেছি।’

সম্প্রতি শুটিং শেষে সিনেমাটি রয়েছে সম্পাদনার টেবিলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়