X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গত বছরটি আমাকে বদলে দিয়েছে: প্রভা

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৩:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:২৬

বিনোদন পাড়ায় আবারও গুঞ্জন অভিনেত্রী-মডেল সাদিয়া জাহান প্রভাকে নিয়ে। এতে যুক্ত হয়েছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নাম। বেশ চাউর- তারা দুজনে প্রেম করছেন। আর এই পরিণয় গত বছর থেকে। 

তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই দুই তারকা। এরইমধ্যে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। কিছুটা ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যাও করলেন। প্রভা-ইমরান

গতকাল (৯ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’ 

প্রভা মনে করেন, জোর করে কাউকে ধরে রাখা যায় না। তার ভাষায়, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে, বিষয়টি তেমন নয়। সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়।’

আর ২০২১ সাল নিয়ে তার মন্তব্য, ‌‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’ 

সবশেষে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। তবে জীবনের কী কী বদলে গেল, কীভাবে হলো- সেসব বিষয় খোলাসা করেননি এই তারকা।

দুজনের হাসিমুখ

ইমরান ও প্রভার প্রেমের ইঙ্গিতটা পাওয়া যায় ইনস্টাগ্রামে। মন্তব্য ও পাল্টা মন্তব্যও প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পর বিষয়টি বেশি নজরে আসে।

সম্প্রতি প্রভার পোস্ট করা একটি স্থিরচিত্রের ক্যাপশনে লেখা ছিল, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’ প্রভা

ইমরানের তোলা প্রভার সেই স্থিরচিত্রে ‘লুকিং মাশা আল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল’- এমনটাই লেখেন ইমরান।

এরপর প্রভা লেখেন, ‘থ্যাংক ইউ বাচ্চা।’ তাদের এমন প্রত্যুত্তর গত বছর থেকেই সবার সামনে আসতে থাকে।

/এম/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান