X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৬ বছর পর মাইলসের বাইরে হামিন আহমেদ

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৬:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৮:০২

টানা ১৬ বছর ব্যান্ডের বাইরে নিজের জন্য কোনও গান করেননি মাইলস প্রধান হামিন আহমেদ। এমন নজির এই দেশের ব্যান্ড ইতিহাসে আর একটিও নেই।

নজির সৃষ্টি করে সেটি ভাঙলেনও তিনিই। গাইলেন একক গান। নতুন বছরে এসে বিশেষ চমক হিসেবে উপহার দিলেন একক গানচিত্র ‘যেও না চলে’। যার মাধ্যমে ২০০৬ সালের পর রকস্টার হামিন ফিরলেন একক গানে। 

কৌশিক হোসেন তাপসের কথা ও সংগীতায়োজনে তৈরি এই গান অন্তর্জালে উন্মুক্ত হয় ২১ জানুয়ারি। 

হামিন আহমেদ বলেন, ‘আমি মাইলসের বাইরে কখনও খুব বেশি সময় দেইনি কোথাও। তবে এখন ভাবছি ব্যান্ডের বাইরেও কিছু গান করার। তারই প্রথম প্রজেক্ট এটি। এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন কাজ তৈরি হতে বাধ্য।’ 

শুধু গানে কণ্ঠ দেয়াই নয়, সুরও করেছেন হামিন আহমেদ, বাজিয়েছেন গিটারও। অংশ নিয়েছেন গানের চিত্রায়নে, দূর মালদ্বীপে। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আদনান নাহিদ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন