X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নেটফ্লিক্সের ফেব্রুয়ারির ক্যালেন্ডারে যা আছে

বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২০:৩০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:৩৪

ফেব্রুয়ারি বছরের সবচেয়ে ছোট মাস হলেও কনটেন্টের বিচারে নেটফ্লিক্স থাকছে ভরপুর। রোমান্স, ক্রাইম থ্রিলার, হরর, কমেডি—সবই থাকছে সমানতালে।

১ ফেব্রুয়ারি আসছে নতুন কে-ড্রামা ‘বিউটি ইনসাইড’। যেখানে নায়িকাকে দেখা যাবে প্রতি সপ্তাহে একবার একরূপে হাজির হতে। একই নাম ও প্লটে এর আগে একটা সিনেমাও তৈরি হয়েছিল কোরিয়ায়।

২ ফেব্রুয়ারি আসছে স্প্যানিশ থ্রিলার ড্রামা সিরিজ ‘ডার্ক ডিজায়ার’-এর দ্বিতীয় সিজন। আগের মতোই গল্পের মূল চরিত্র আইনের শিক্ষক আমলা। আপাতদৃষ্টে তার জীবন সাধারণ মনে হলেও আসলে তা নয়!

অ্যারাবিক কমেডি-ড্রামা সিরিজ ‘ফাইন্ডিং ওলা’ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি।

৪ ফেব্রুয়ারি তাপসি পান্নু ও তাহির রাজ ভাসিনের অ্যাকশন থ্রিলার মুভি ‘লুপ ল্যাপেটা’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। এই দিনে আরও মুক্তি পাচ্ছে স্প্যানিশ রোমান্টিক মুভি ‘থ্রু মাই উইন্ডো। পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে এক নারীর মিষ্টি প্রেমের গল্প দেখানো হবে এতে।

বিখ্যাত সব সিরিয়াল মার্ডার কেসের পেছনের গল্প তুলে ধরতে ৯ তারিখে আসছে ‘ক্যাচিং কিলার্স’-এর দ্বিতীয় সিজন। একই দিন মুক্তি পাবে ‘ডিসচ্যান্টমেন্ট’-এর ৪র্থ সিজন। জার্মান ভৌতিক সিনেমা ‘দ্য প্রিভিলেজ’ও এই দিন মুক্তি পাবে। এখানে এমন এক ভৌতিক হোস্টেলের কথা বলা হবে, যেখানে কেবল ধনীদের সন্তানরাই থাকতে যায়।

১০ তারিখ মুক্তি পাবে পোলিশ রোমান্টিক ড্রামা ‘ইনটু দ্য উয়াইন্ড'।

২০৫০ সালের অ্যান্ড্রয়েড যুদ্ধ নিয়ে বানানো ফ্রেঞ্চ সাইফাই সিনেমা ‘বিগ বাগ’ মুক্তি পাবে ১১ ফেব্রুয়ারি। এই দিন আরও আসবে কে-ড্রামা ‘লাভ এন্ড লিশেজ’। দুই অফিস কলিগের সম্পর্ক একদিন হুট করে অন্যদের সামনে চলে আসে। এরপর ঘটতে থাকে মজার সব ঘটনা। টার্কিশ রোমান্টিক কমেডি সিরিজ ‘লাভ ট্যাকটিজ’ও মুক্তি পাবে একইসঙ্গে।

১২ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে একযোগে দুটি কে-ড্রামা মুক্তি পাবে—‘ফরকাস্টিং লাভ অ্যান্ড ওয়েদার’ এবং ‘টুয়েন্টি ফাইভ টুয়েন্টি ওয়ান।’

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ইতালিয়ান রোমান্টিক ড্রামা ‘ডিভোশন’। আরও আসবে জাপানিজ সিরিজ ‘ফিশবোল ওয়াইভস’। এতে ছয় নারীর গল্প বলা হবে, যারা নিজেদের দাম্পত্য নিয়ে বেশ অসন্তুষ্ট।

আমেরিকার প্রেসিডেন্টের ইচ্ছায় ২০২৪ সালের ভেতর চাঁদে ইউএস বেইস গড়ে তোলার উদ্দেশ্যে গঠন হয় স্পেস ফোর্স। নতুন এই বাহিনীর মিশন, সফলতা, বিফলতা নিয়ে ‘স্পেস ফোর্স’-এর কাহিনি। সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি।

২০ তারিখ মুক্তি পাবে ওয়ার্নার ব্রাদার্স-এর ‘ডোন্ট কিল মি’। পর্তুগিজ কমেডি সিরিজ ‘ব্যাক টু ১৫’-এ এক ৩১ বছর বয়সী নারীর কথা বলা হবে, যিনি ১৫ বছর অতীতে গিয়ে সবার জীবন ঠিক করে দিয়ে আসেন। কিন্তু একসময় বুঝতে পারেন, তার নিজের জীবনটাই আগে ঠিক করা দরকার। এটি মুক্তি পাবে ২৫ তারিখ।

পোলিশ রোমান্টিক সিনেমা ‘মাই ওয়ান্ডারফুল লাইফ’ মুক্তি পাবে ২৮ ফেব্রুয়ারি।

 

/এমএ/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!