X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০

আমি চেয়েছিলাম বেস্ট ছবি বানাবো: চয়নিকা চৌধুরী

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৭

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে।

এতে যৌথভাবে সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এই ছবিটি মোট ৮টি বিভাগে পুরস্কার লাভ করছে। যদিও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি অধরাই থাকলো চয়নিকার। তবুও তিনি অখুশি নন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই নির্মাতা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি চেয়েছিলাম বেস্ট ছবি বানাবো। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সেই ইচ্ছে পূরণ হয়েছে। পুরস্কার ঘোষণার পর আমি প্রথম কলটা পেয়েছি সিয়ামের কাছ থেকে। এরপরই ফোন দিয়েছে রুম্মান রশীদ খান। সে এই ছবির গল্পকার। স্টোরি হিসেবে ছবিটি পুরস্কার পেলে আরও খুশি হতাম। তারপরও প্রযোজকসহ সবাইকে ধন্যবাদ- এভাবে পাশে থাকার জন্য।’

দেখে নেওয়া যাক ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো-

শ্রেষ্ঠ চলচ্চিত্র- যৌথভাবে 
১. গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর)

২. বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু)

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর)

শ্রেষ্ঠ শিশুশিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক- বেলাল খান (হৃদয় জুড়ে)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়িকা- যৌথভাবে 
১. দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী)

২. সোমনুর মনির কোনাল (বীর)

শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- যৌথভাবে 
১. পঙ্কজ পালিত (গোর)

২. মাহবুব নিয়াজ (গোর)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)

মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে এই পদক।

/এম/এমএম/
সম্পর্কিত
চয়নিকার সিনেমায় মাহফুজ-পরী
চয়নিকার সিনেমায় মাহফুজ-পরী
বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা
বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা
যে অতীত চমকে দিলো বুবলীকে
যে অতীত চমকে দিলো বুবলীকে
প্রহেলিকা: ছবিটি দেখলে কিছু প্রশ্ন উঠবেই
সিনেমা সমালোচনাপ্রহেলিকা: ছবিটি দেখলে কিছু প্রশ্ন উঠবেই
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!