X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের জন্য কবীর সুমনের গান

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৬

বরাবরই মানবতার প্রশ্নে কলম ও গিটার হাতে তুলে নিয়েছেন, বিষয়ভিত্তিক বাংলা গানের পুরোধা কবীর সুমন। এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। 

তবে তা হিন্দিতে তুলে ধরতে দায়িত্ব দিয়েছেন তার ছেলে অনির্বাণ সাধুকে। 

বিষয়টি জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‌‌‌‌‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’ 

গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।

সুমন জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই গানটি লিখেছেন তিনি।

সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণে গানও লিখেছেন কবীর সুমন। শিরোনাম ‘একুশে ফেব্রুয়ারির ডাক’। যা গেয়েছেন আসিফ আকবর।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র