X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হলে হলে দর্শক জরিপে রাজ-পরী

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১৪:৫৯আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:৪১

১১ মার্চ মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত ছবি ‘গুণিন’। সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির মাধ্যমে ফের হলমুখী হচ্ছে দর্শকরা। আর সেটি বেরিয়ে আসছে টিম সদস্যদের জরিপে। মুক্তির দিন থেকে ঢাকার বিভিন্ন হলে হাজির হচ্ছেন এর নির্মাতা-অভিনয়শিল্পীরা।

সেই ধারাবাহিকতায় শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী সিনেমা হল ও ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হাজির হন পরীমণি-রাজ দম্পতি। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ। তারা দেখেন দুটো শো’তেই ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়।

গিয়াস উদ্দিন সেলিম উপস্থিত দর্শকদের বলেন, ‘ছবিটি দেশের ২০টি সিনেমা হলে চলছে। আপনারা এভাবেই দলে দলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে খারাপ বলেন।’

‘গুণিন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি বলেন, ‘আমার খুব কাছের একটা কাজ এটা। এখানে আমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস ছিল, আশা করি সেটা করতে পেরেছি। আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনিও দুর্দান্ত কাজ করেছেন সেই লুকটা আনার জন্য। আপনারা সিনেমাটি দেখলেই সেটা বুঝতে পারবেন।’

হলে হলে দর্শক জরিপে রাজ-পরী শরিফুল রাজ ও পরীমণি একসঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন ‘গুণিন’ সিনেমার মধ্যে দিয়ে। সিনেমার জুটি এখন যে বাস্তবে সংসার পেতেছেন তা কারোর অজানা নয়। শনিবার সন্ধ্যায় হলগুলোতে তারাও আলো ছড়িয়েছেন। পরীমণি বলেন, ‘পরপর দুই সপ্তাহে আমার দুটি সিনেমা মুক্তি পেলো। মনে হচ্ছে চারিদিকে শুধু আমি। সারা শহর আমার পোস্টারে ছেয়ে গেছে। যারা গুণিন দেখে ফেলেছে তারা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমি বলবো এটার পুরো কৃতিত্ব আসলে সেলিম ভাইয়ের। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। পরবর্তীতে হয়তো আপনার সাথে বসেই গুণিন দেখবো।’

এদিকে মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যাওয়ার আগে গত শুক্রবার পরীমণি শেষ করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিং। অন্যদিকে শরিফুল রাজ শিগগিরই ব্যস্ত হবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’র কাজে।

/এমএম/
সম্পর্কিত
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল