X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আজিজুর রহমানের পরিচালনায় কাজ করাটা সৌভাগ্যের বিষয়’

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১০:২৫আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫:০৩

কিংবদন্তি নির্মাতা আজিজুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র পাড়ায়। তার এই চলে যাওয়াটা মেধার বড় শূন্যস্থান তৈরি করবে বলেও মনে করেন অনেকে। 

আজিজুর রহমানের পরিচালনায় বেশকিছু নন্দিত সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। এই তারকাও তেমনটাই ভাবেন।

এই অভিনেত্রী শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘‘আরেকটি নক্ষত্রের পতন। আমার বাংলা চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার অবদান চিরস্মরণীয়। আমার পঞ্চম চলচ্চিত্র ‘অশিক্ষিত’তে তিনিই প্রথম নায়করাজ রাজ্জাক ভাইয়ের একক ও প্রধান নায়িকা হিসেবে আমাকে নির্বাচন করেছিলেন। ‘অশিক্ষিত’ বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ দশটি শিক্ষণীয় চলচ্চিত্রের অন্যতম একটি৷ এতে অভিনয় করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এই চলচ্চিত্রটি মুক্তি পাবার পর যে ব্যবসাসফলতা পায়, তা অকল্পনীয়। ‘অশিক্ষিত’র প্রতিটি গান বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে এখনও দোলা দিয়ে যায়। বিশেষ করে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ ও ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো নারে’ গান দুইটি এখনো সবার হৃদয়ে গেঁথে আছে।’’ পরিচালক ও অশিক্ষিত ছবির পোস্টার

শ্রদ্ধা জানিয়ে অঞ্জনা লেখেন, ‘আজিজ ভাইয়ের পরিচালনায় চলচ্চিত্রে অভিনয় করা ছিল প্রতিটি নায়ক ও নায়িকার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা আজিজ ভাই। বাংলা চলচ্চিত্রের স্বপ্নিল আকাশে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে যাবেন, আপনার অমর কাজের মাধ্যমে অনন্তকাল ধরে।’

‘অশিক্ষিত’ ছাড়াও আজিজুর রহমানের পরিচালনায় ‘মেহমান’ ও ‘ফুলেশ্বরী’ নামে আরও দুইটি কালজয়ী চলচ্চিত্র অভিনয় করেন অঞ্জনা। 

অন্যদিকে, বিখ্যাত সিনেমা ‘ছুটির ঘণ্টা’ও পরিচালক আজিজুর রহমান। এই গুণী নির্মাতা বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে তিনি কানাডার একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫৩টির মতো সিনেমা নির্মাণ করেছেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা