X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস ছাড়াও ১৯ সংগঠনের শ্রদ্ধা

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১৪:২০আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:৩৩

এফডিসিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। দিনভর সেখানে চলছে জন্মদিন পালনের নানা আয়োজন।

এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ছাড়াও চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের মোর্চা ফোরাম সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পণ করা হয়। চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সংগঠনগুলোর নেতারা শ্রদ্ধা জানান।

শিল্পী সমিতির নেতাদের শ্রদ্ধা নিবেদন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, নিপুণ আক্তার, রিয়াজ আহমেদসহ চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী-কলাকুশলীরা।

এরপর বেলা ১২টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সমিতির সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক তুষার আদিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিমন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর সামি, দফতর সম্পাদক নিপু বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দাশ, আলাউদ্দিন মজিদ, এম এস রানা, জনি হক, ইসরাফিল শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা জানানো শেষে সভাপতি ফাল্গুনী হামিদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির দূত। আজ তার জন্মদিন, আমাদের সবার জন্য আনন্দের দিন। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ভালো লাগছে। দেশের সবার কাছে সমুন্নত থাকুক জাতির জনকের চেতনা। তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথচলাকে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাবো।’

চিত্র প্রদর্শনী এদিকে বিএফডিসিতে দিনব্যাপী আয়োজনে আজ থাকছে বাদ জোহর মিলাদ মাহফিল, বেলা ৩টায় আলোচনা সভা, বিকেল ৪টা থেকে কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এছাড়া দিনব্যাপী চলছে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী।

অন্যদিকে বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েই বসে থাকেননি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতেও।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!