গান টানলে এখন অভিনয় চলে আসে! ক্যামেরা, মডেলিং বা অ্যাকটিং এখন আর গানের বাইরের বিষয় নয়। মিউজিক ভিডিওর দৌলতে সাম্প্রতিক সময়ের সংগীতশিল্পীরা এসব বিষয়েও বেশ পারঙ্গম।
তবে এবার আরেক ধাপ নিজেকে এগিয়ে নিলেন সংগীতশিল্পী সাব্বির জামান। হলেন বিজ্ঞাপনের মডেল। একা নন, সস্ত্রীক। ডেইলি-বি নামের একটি কুরিয়ার সার্ভিসের বিজ্ঞাপন এটি। সাব্বির-রেহানা জামান দম্পতি ছাড়াও এতে শিশুশিল্পী হিসেবে আছেন আনাইয়া। নির্মাণ করেছেন নাভান জামান।
সাব্বির জানান, ১ এপ্রিল গুলশানে দিনভর শুটিং হয়। টিভি ও অন্তর্জালে এটি সম্প্রচারে আসবে রোজার মাসেই।
প্রথম বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাব্বির বলেন, ‘বলা যায় গত ১৫ বছর ধরেই ক্যামেরার সামনে কাজ করছি। তবে সেটি শুধুই গানের জন্য। ভাবিনি, গানের বাইরেও ভিন্ন পরিচয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো। বিশেষ করে অভিনয় বা মডেলিংয়ের কথা তো স্বপ্নেও ভাবিনি। ইনফ্যাক্ট প্রস্তাবটি পাওয়ার পরেও আমি রাজি ছিলাম না। পরে অবশ্য কাজটি করে মজাই লাগলো। সহশিল্পী হিসেবে সঙ্গে স্ত্রী রেহানা ছিলো বলে জড়তা ছিলো না। একটা নতুন অভিজ্ঞতা হলো।’
বিজ্ঞাপনটির আবহসংগীত তৈরি করছেন সাব্বির নিজেই।
বলা দরকার, আগেও স্ত্রীকে নিয়ে পর্দায় এসেছেন সাব্বির। ২০১৭ সালে নিজের গানের ভিডিওতে নায়িকা হিসেবে প্রথম তুলে ধরেন রেহানা জামানকে। ‘ঢলে ঢলে’ নামের গানচিত্রটি প্রকাশ হয় লেজার ভিশনের ব্যানারে।
এদিকে সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে সাব্বির বলেন, ‘করোনার পর গত তিনমাস দেশ-বিদেশে ভালোই স্টেজ ব্যস্ততা ছিলো। ক’দিন আগেই ফিরলাম যুক্তরাজ্য থেকে। তবে রোজার মাসে সেটি আর থাকছে না। আবার মন বসাচ্ছি স্টুডিওতে। নিজের ও অন্যদের জন্য কিছু গানের কাজ করবো এই মাসটায়। এরমধ্যে একটা ইসলামি গান প্রকাশের ইচ্ছা আছে।’
২০০৬ সালে এনটিভি আয়োজিত ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাড়ি জমান সাব্বির জামান। তিনি একাধারে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক।