X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১
বিনোদন বিশেষ

‘বিদ্রোহী’ ও ‘শান’ দিয়ে খুলছে নারায়ণগঞ্জের তিন সিনেমা হল

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
০২ মে ২০২২, ১৯:১৩আপডেট : ০২ মে ২০২২, ১৯:৪৭

পবিত্র ঈদুল ফিতরে নারায়ণগঞ্জ শহরের তিনটি সিনেমা হলের কার্যক্রম আবারও শুরু হচ্ছে। দীর্ঘদিন বন্ধের পর মঙ্গলবার (৩ মে) ঈদের দিন থেকে চালু হবে হলগুলো। এ কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

সিয়াম-পূজার ‘শান’ দিয়ে খুলছে শহরের সিনেস্কোপ ও নিউ মেট্রো সিনেমা হল। শাকিব খান-বুবলীর ‘বিদ্রোহী’ দিয়ে খুলছে গুলশান হল। দর্শক সংকট ও করোনার কারণে দীর্ঘদিন হল তিনটি বন্ধ ছিল।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে হলগুলোর সামনে দোকান বসিয়েছেন ফুটপাতের দোকানিরা। কেউ কেউ আবার হলের সামনে বসার স্থানগুলোতে আড্ডা দিচ্ছেন। অবসর সময় পার করছেন শ্রমিকরা।

শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগার নগর ভবনে অবস্থিত ‘সিনেস্কোপ’। এই হলের পরিবেশ অনেক সুন্দর। হলের নির্বাহী পরিচালক মো. রবি বলেন, ‘‘এবার ঈদে ‘শান’ ছায়াছবিটি চলবে এখানে। আশা করছি, ভালো সাড়া পাবো। আমরা উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। উন্নতমানের আসনের ব্যবস্থা রয়েছে। তাই অন্যান্য হলের চেয়ে আমাদের প্রত্যাশা একটু বেশি।’’

তিনি আরও বলেন, ‘করোনার দুই বছর আমাদের লোকসান গুনতে হয়েছে। তবু আমরা সেবা দেওয়ার চেষ্টা করে গেছি। রমজান মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সিনেস্কোপ চালু ছিল। ঈদে আবারও চালু হচ্ছে নতুন ছবি দিয়ে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছি আমরা।’

সিনেস্কোপ সিনেমা হল ধীর ধীরে বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার কারণ ইন্টারনেট ও স্যাটেলাইটের যুগে টাকা খরচ করে অনেক দর্শক হলে আসতে চান না। ছবি দেখার জন্য সময়ও বের করতে পারেন না দর্শকরা। তবে আমরা আশাবাদী, দর্শকরা সিনেমা হলে এসে ছবি দেখবেন। একটা সময়ে পরিবর্তন আসবে।’

সিনেস্কোপ হলের টিকিটের দাম ১৫০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এ বিষয়ে মো. রবি বলেন, ‘হলের খরচ বাড়ার ফলে টিকিটের দাম বেড়েছে। এখন থেকে সব সিনেমার টিকিট ২০০ টাকা রাখা হবে।’

শহরের ডিআইটি এলাকায় অবস্থিত গুলশান সিনেমা হলের ম্যানেজার তপন বলেন, ‘‘এবার ঈদে আমাদের হলে ‘বিদ্রোহী’ চলবে। শাকিব খানের প্রতি দর্শকদের বিশেষ টান রয়েছে। আশা করছি, এই ছবিতে ঈদ জমবে।’’

তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে আবারও সিনেমা হল চালু করছি। করোনার কারণে মাঝখানে দুই বছর বন্ধ ছিল। নানা সমস্যার কারণে বন্ধ রেখেছি। এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে এখন চালুর অপেক্ষায় আছি।’

শহরের নিউ মেট্রো হলের স্টাফ জাহিদুল ইসলাম বলেন, ‘‘এবার ঈদে ‘শান’ সিনেমা চালাবো আমরা। এই সিনেমা ঘিরে দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। আশা করছি, ভালো ব্যবসা হবে।’’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে দুই বছর সিনেমা হল বন্ধ ছিল। এতে অনেক লোকসান হয়েছে। পরে হলটি চালু হলেও দর্শক সংকটের ফলে আবারও বন্ধ করে দেওয়া হয়। গত তিন মাস ধরে সিনেমা হলটি বন্ধ রয়েছে। এবার ঈদে এক মাস সিনেমা হল চলবে। যদি দর্শক থাকে তাহলে চালু রাখবো। কিন্তু দর্শক সংকট থাকলে আবারও বন্ধ করে দেওয়া হবে।’

নাম প্রকাশ না করার শর্তে নিউ মেট্রো হলের এক কর্মকর্তা বলেন, ‘দিন দিন দর্শক কমে যাচ্ছে। ইন্টারনেটের কল্যাণে বাড়িতে বসেই এখন সবাই নতুন নতুন সিনেমা দেখতে পাচ্ছেন। পরিবেশের কারণে অনেকে সিনেমা হলে আসতে অনীহা প্রকাশ করেন। এসব কারণে এই ব্যবসা এখন নেই। এভাবে চলা যায় না। এজন্য দিন দিন হল বন্ধ করে দেওয়া হচ্ছে।’

গুলশান বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক যুগে দর্শক সংকটসহ নানা কারণে জেলার প্রায় ডজন খানেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। রূপালী, রংধনু, মুনলাইট, রাজমহল, সম্রাট, লাইট হাউজ, ফিরোজ মহল, সুরুজ মহল, আশা, মাশার ও হংস সিনেমা হল এখনও বন্ধ রয়েছে। তবে ফতুল্লা-পঞ্চবটি বিসিক এলাকার বনানী সিনেমা হল চালু রয়েছে। সেটিও চলছে খুঁড়ে খুঁড়ে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায় বলেন, ‘রুচিশীল সিনেমার অভাবে হলগুলোতে ধস নেমেছে। পাশাপাশি এখন বিনোদনের বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে। প্রযুক্তিগত কল্যাণের ফলে দর্শক ঘরে বসেই চাহিদা মতো সব ধরনের সিনেমা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। এসব কারণে দর্শক সিনেমা হল বিমুখ হয়েছে। ব্যবসা মন্দা হওয়ায় হলের সংখ্যা দিন দিন কমছে। আশার কথা হচ্ছে, এখন রুচিশীল সিনেমা তৈরি হচ্ছে। এর ধারাবাহিকতা ধরে রাখলে দর্শকরা আবারও সিনেমা হলমুখী হবেন।’

/এএম/এমএম/
সম্পর্কিত
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
বিনোদন বিভাগের সর্বশেষ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা