X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বিশ্ব মা দিবস

তারাদের মা এবং ভালোবাসার বার্তা

বিনোদন ডেস্ক
০৮ মে ২০২২, ১৬:১৫আপডেট : ০৯ মে ২০২২, ১১:৩৯

ছোট্ট ‘মা’ শব্দের মতো বড় বিশেষণ আর দুনিয়াজোড়া নেই। সন্তানের প্রতি মায়ের অবদান ও ভালোবাসা শব্দে-বাক্যে ফুটে তোলা যায় না। ঠিক তেমনটাই মনে করেন সন্তানরা। তাই বিশ্ব মা দিবসে সোশাল হ্যান্ডেলে ফুটে ওঠে মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা। এতে বাদ যাননি তারকারাও। মে মাসের দ্বিতীয় রবিবার হিসেবে আজ (৮ মে) পালিত হচ্ছে মা দিবস। তাই রবিবার প্রথম প্রহর থেকেই সোশাল হ্যান্ডেলে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন মা’কে।
 
ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই তিনি মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আম্মা, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা করেছো, সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাকে খুব ভালোবাসি। আমার এবং পৃথিবীর সব মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও মা ও নিজের পোষ্যপ্রাণীদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘সব পোষ্য মাকে মা দিবসের শুভেচ্ছা।’

চিত্রনায়িকা বুবলী তার মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘আম্মু আমার অক্সিজেন ও আমার দুনিয়া। পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’ বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘সব মাকে মা দিবসের চমৎকার উদযাপনের শুভেচ্ছা।’

এদিকে আজই রত্নগর্ভা মা হিসেবে পদক পেয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের মা কবি খোশনূর। পদক নেওয়ার ছবি পোস্ট করে আঁখি লেখেন, ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা, আজকের মা দিবসের সেরা প্রাপ্তি আমার জন্যে, আমার মায়ের জন্যে, যেন আমাদের ভালোবাসা আর সম্মানের লেনদেন হলো। পৃথিবীর সব মা ভালো থাক।’

কণ্ঠশিল্পী-প্রযোজক ধ্রুব গুহ মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা।’ 

গায়িকা পুতুল লেখেন, ‘অন্তঃসত্ত্বাকালীন নিয়মিত চেকআপে বেশিরভাগ দিন শাশুড়ি মা-ই যান সঙ্গে। সেদিন আমি আর মা গিয়েছি ডাক্তারের কাছে। নিজেদের মধ্যে কথোপকথনের ভঙ্গিতে ডাক্তার ধরেই নিয়েছেন আমি মায়ের মেয়ে, আর বাসায় থাকা যে আম্মার কথা বলছি তিনি আমার শাশুড়ি। শেষে প্রকৃত সত্যটা আবিষ্কারের পর ডাক্তারের বিস্ময়ভরা অভিব্যক্তিই বলে দিচ্ছিলো সমাজের প্রথাগত বৌ-শাশুড়ির সম্পর্কের চেয়ে আমাদের সম্পর্কের ভাষা আর সমীকরণে বিস্তর ফারাক। বিয়ের পরের জীবনটায় মা আমার জীবনবোধের সবচেয়ে বড় শিক্ষক। মাকে যত দেখি ততই মনে স্বপ্ন জাগে যে তার মতো প্রজ্ঞাবতী হয়ে উঠবো একদিন আমিও।’ 

আরও লেখেন, ‘ভালো থাকুক আমার এই দুই মা। যতদিন মায়েদের স্নেহ ভালোবাসার ছায়া মাথার ওপরে আছে ততদিনই জীবনটা আশীর্বাদে পরিপুষ্ট।’

এদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী তার মায়ের একটি ছবি প্রকাশ করে লেখেন, ‌‌‘আমাদের কাছে প্রতিদিনই মা দিবস, বাবা দিবস। শুধু বিশেষ একটি দিনে নয়। সারা বছর মা-বাবা থাক প্রতিটি সন্তানের যত্নে, ভালোবাসায়, শ্রদ্ধায়। কাছে-দূরে অথবা পরপারে সব মা-বাবা ভালো থাকুন। সব মাকে শ্রদ্ধা, সন্তানদের পৃথিবীর আলো দেখবার সুযোগ করে দেবার জন্য।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!