X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘পুষ্পা’ সিনেমার বাংলা ভার্সনে সিঁথি (ভিডিও)

সুধাময় সরকার
২০ মে ২০২২, ১৯:৫০আপডেট : ২১ মে ২০২২, ১১:১৯

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির উন্মাদনা এখনও চলছে। বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রেটিরা সোশাল হ্যান্ডেলে নিজেদের যুক্ত করেছেন এই ছবির ‘সামি’ গানটির মাধ্যমে। তবে সবাইকে চমকে দিয়ে এই ছবিটির জন্য সরাসরি গাইলেন ঢাকাই শিল্পী সিঁথি সাহা।

ছবিটির বাংলা ভার্সনের জন্য ‘সামি’ গানটিতে কণ্ঠ দিলেন এই শিল্পী। যা ২০ মে প্রকাশ হলো ‘পুষ্পা: দ্য রাইজ’-এর অফিসিয়াল মিউজিক লেবেল আদিত্য মিউজিকের ইউটিউব চ্যানেলে। যেখানে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে রয়েছে সিঁথি সাহার রেকর্ডিং দৃশ্য।

বাংলায় গানটি লিখেছেন রাজিব দত্ত। দেবী শ্রী প্রসাদের সংগীত পরিচালনায় তামিল ভাষার মূল গানটি গেয়েছেন মৌনিকা। এরপর হিন্দি ভাষায় গেয়েছেন সুনিধি চৌহান।

সিঁথি বলেন, ‘‘আমি আসলে প্রস্তুত ছিলাম না এই কাজটির জন্য। গানটির হিন্দি ভার্সন সুনিধি গেয়েছেন। আর বাংলার জন্য আমার কণ্ঠ পছন্দ করেছেন। আমি শুধু ডাক পেয়ে কাজটা প্রপারলি করার চেষ্টা করেছি। গত মাসে (২১ এপ্রিল) ‘দিদি নাম্বার ওয়ান’-এর আমন্ত্রণে কলকাতা যাই। তখনই গানটির রেকর্ডিং করি। জানি না কতটা পারফেক্ট গাইতে পেরেছি। কারণ, গানটি একদিকে বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয়, অন্যদিকে আমার আগে এটি হিন্দিতে গেয়েছেন সুনিধির মতো শিল্পী। তবে গানটি প্রকাশের পর সাড়া ভালোই পাচ্ছি।’’

অনেকেই নাকি সিনেমার নায়িকা রাশমিকার সঙ্গে তুলনা করছেন বাংলার এই গায়িকাকেও! সুইডেন থেকে বাংলা ট্রিবিউনকে জানালেন সিঁথি। সেখানে শোয়ের ডাকে উড়ে গেছেন সম্প্রতি।

এদিকে জানা গেছে, তামিল ও হিন্দির পর সিঁথি সাহার কণ্ঠসহ ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বাংলা ভার্সন সিনেমাটি উন্মুক্ত হবে শিগগিরই।

দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালান নিয়ে এর কাহিনি গড়ে উঠেছে। ছবিটির আয় ৪শ’ কোটি রুপি ছাড়িয়েছে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হলেন সিঁথি সাহা, সঙ্গে বিষাদের খবর
মা হলেন সিঁথি সাহা, সঙ্গে বিষাদের খবর
সিঁথির সিঁথিতে সিঁদুর দিলেন আবির!
সিঁথির সিঁথিতে সিঁদুর দিলেন আবির!
আবিরের নায়িকা সিঁথি!
আবিরের নায়িকা সিঁথি!
ঈদে অন্যরূপে সিঁথি সাহা (ভিডিও)
ঈদে অন্যরূপে সিঁথি সাহা (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার