X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

একসঙ্গে উন্মুক্ত হলো আসাফ্উদ্দৌলাহর ১৩ গান

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৮:১৮আপডেট : ২৩ মে ২০২২, ২০:০৩

অনুষ্ঠানে গীতিকবি-সুরকার (বামে) ও শিল্পী (ডানে) মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ বাংলাদেশের একজন খ্যাতিমান সুরকার, গীতিকার ও সংগীতজ্ঞ। সংগীত জীবনে এ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফিরোজা বেগম, ওস্তাদ গুলাম আলী, ওস্তাদ হামিদ খান, ওস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন, হৈমন্তী শুক্লা প্রমুখ।

সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে প্রকাশ হলো এই গীতিকবি-সুরকারের ১৩টি গান। শুধু গান নয়, সঙ্গে রয়েছে ভিডিও। 

এ উপলক্ষে রবিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রকাশনা অনুষ্ঠান। এতে জানানো হয়, মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর কথা-সুরে সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার পিউ মুখার্জি। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন পণ্ডিত তেজেন্দ্র মজুমদার।

গানগুলোর শিরোনাম হলো- পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হলো, বাইরে শ্রাবণ, কেন চলে যেতে, কারে কারে বলি, কোনও রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রঙে তোমায় সাজাবো, গাছের সারি, তুমি ছাড়া কে বা ও তুমি তো এখনও। 

অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ।

এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ, যা এসিআই মটরসের অধীন একটি সহযোগী প্রতিষ্ঠান।

মিউজিক ভিডিওগুলো মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

১৩ গানের একটি:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল