X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এবার রূপঙ্করকে নিয়েই প্রশ্ন তুললেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
০২ জুন ২০২২, ১১:০০আপডেট : ০২ জুন ২০২২, ১১:০৩

মুম্বাইয়ে গায়কের প্রতি কলকাতার বাঙালিদের কেন এত উন্মাদনা? কেকে কে? হু ইজ কেকে- এমন সব প্রশ্ন তুলেছিলেন কলকাতার গায়ক রূপঙ্কর বাগচি। যার উদ্দেশ্য ছিল, বাংলার মানুষ যেন বাংলার গায়কদের গান শোনেন- তা বলা। অন্য শিল্পীরা যেন নিজেদের জায়গাটা কেড়ে নিতে না পারেন- তা বোঝানো।

আর এবার রূপঙ্করকে নিয়েই প্রশ্ন তুললেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, ঠিক গায়কের মতো করেই।

গতকাল (১জুন) প্রথম তিনি মুখ খোলেন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের আকস্মিক মৃত্যু নিয়ে। সজাগ করেন শিল্পীমহলকে। জানান, প্রতিবাদ এখনও ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুণ্ডামি চলতেই থাকবে! তারপরই তিনি সরব রূপঙ্কর বাগচির বিরুদ্ধে। গায়ককে তার টানটান প্রশ্ন, ‘আপনি তো খুব ভাল গান। ওটাই আপনার পেশা। তা হলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?’

অভিনেত্রীর অভিযোগ, রূপঙ্কর না এলে কোনও ভালো অভিনেতা সুযোগ পেতেন। এবং নিজেকে প্রমাণ করতে পারতেন। রূপঙ্করও তো একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন! অন্য অভিনেতার জায়গা কেড়ে নিচ্ছেন।

এই মুহূর্তে রূপঙ্কর আছেন উড়িষ্যাতে। কাজ করছেন একটি ওয়েব সিরিজে। গায়কের মতে, মুম্বাইয়ের প্রতি, হিন্দির প্রতি বাঙালিদের ঝোঁক দেখেই ফেসবুকে ভিডিওটি করেছিলেন। বাঙালিকে বাংলা গ্রহণ করতে বলতেই নিজেদের শিল্পী ভালো বলে দাবি করেছেন তিনি। 

এদিকে, কেকের মৃত্যুর ঘটনা শোনার পর সংবাদমাধ্যমের কাছে দুঃখও প্রকাশ করেছেন রূপঙ্কর। ভারতীয় গণমাধ্যম এই সময়কে তিনি বলেন, ‘দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওনার মৃত্যুর বয়স নয়। আমি কেকে’র বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি।’

৩১ মে প্রথম প্রহরে রূপঙ্কর ভিডিওতে বলেন, ‌‘‘কেকে সত্যিই খুব ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো, কেকে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলার শিল্পীরা কোনও অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য— আমরা সবাই কেকের থেকে ভালো গান গাই! কিন্তু তাকে ঘিরে এত কথা কেন? কেকে কে! হু ইজ কেকে?’’

এরপর সমালোচিত হতে থাকেন রূপঙ্কর। এই বিতর্কেই নতুন সংযোজন স্বস্তিকা।

ঘটনার সূত্রপাত ৩১ মে। বলিউড গায়ক কেকে আসবেন কলকাতায়। তাকে ঘিরে রইরই কাণ্ড। আর বিষয়টি ঠিক মেনে নিতে পারেননি বাঙালি গায়ক রূপঙ্কর বাগচি। তার ক্ষুব্ধ ভিডিও প্রকাশের পর রাতেই অনুষ্ঠান শেষে কলকাতায় কেকের আকস্মিক মৃত্যু ঘটে। তারপর কেকে ভক্তদের চাপা সমালোচনা রূপ নেয় অগ্নিগিরিতে। 

সূত্র: ফেসবুক, আনন্দবাজার

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী