X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

কুকুরের জন্য থানার দ্বারস্থ শ্রীলেখা

বিনোদন ডেস্ক
০৮ জুন ২০২২, ১৬:০৮আপডেট : ০৮ জুন ২০২২, ১৬:১১

আবারও সরব কলাকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার সারমেয়দের পাশে থাকতে থানার দ্বারস্থ হয়েছেন তিনি। 

পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের একটি পোস্ট দেখে এ কাজটি করেছেন। মূলত সেই পরিচালক জানিয়েছেন, প্রশিক্ষণের নামে অবলা প্রাণীদের ওপর অকথ্য অত্যাচার চালান সৌম্যজিৎ বিশ্বাস নামের এক প্রশিক্ষক। 

তার বিরুদ্ধেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের দেওয়া তথ্য মতে,  ফোনে আজ (৮ জুন) তিনি থানার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ তার অভিযোগ নিয়েছে। আগামীকাল তিনি নিজে থানায় যাবেন।

গতকাল (৭ জুন) পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সৌম্যজিৎ প্রশিক্ষণের সময় রীতিমতো মারধর করছেন কুকুরদের। মুখে রুমাল তুলতে না চাইলে জোর করে মুখে রুমাল গুঁজে দিচ্ছেন। ভয়ের চোটে প্রশিক্ষণ নিতে না চাইলে কুকুরদের ওপর গায়ের জোরও খাটাচ্ছেন।

এটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন  শ্রীলেখা। সঙ্গে সঙ্গে তিনি তা প্রকাশ করেন ফেসবুক পেজে। নেটব্যবহারকারীরাও প্রশিক্ষকের অমানবিকতায় ধিক্কার জানাতে থাকেন। এর পরেই সৌম্যজিতের ফেসবুক প্রোফাইল নিজের পাতায় ভাগ করে তিনি লেখেন, ‘চিনে নিন সারমেয় প্রশিক্ষক নামে পরিচিত এই শয়তানকে!’

শ্রীলেখা লেখেন, ‘অভিযোগ নিলেও প্রশাসন বিষয়টিতে কতটা গুরুত্ব দেবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বেহালায় থাকি। আমার পোষ্যদের বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিল আবাসনের বাসিন্দারা। অভিযোগ জানাতে হরিদেবপুর থানায় গিয়েছিলাম। প্রশাসন পাত্তাই দেয়নি! এই থানার বিরুদ্ধেও অভিযোগ জানাবো।’

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!