X
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
২৬ শ্রাবণ ১৪২৯

এবার বানভাসিদের জন্য ৩০ লাখ টাকা দিচ্ছেন অনন্ত

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৮:০৪আপডেট : ২১ জুন ২০২২, ১০:৩৫

আবারও জনহিতকর কাজের জন্য শিরোনামে এলেন আলোচিত চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিল।

সিলেট বিভাগে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর কথা আগেই দিয়েছিলেন, এবার ঘোষণা দিলেন ৩০ লাখ টাকা অনুদানের।

অনন্ত জলিল তার প্রতিষ্ঠান এ.জে.আই ও এ.বি. গ্রুপ থেকে এই অর্থ বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

এর আগে শনিবার (১৮ জুন) অনন্ত জলিল সিলেট-সুনামগঞ্জ এলাকার দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তখন জানান, চলতি বছর ১০-১২টা গরুর নয়, বরং ১-২টা গরু কোরবানি দিয়ে বাকি টাকাটা সেখানে পাঠাবেন।

অন্যদিকে নতুন ঘোষণার ভিডিওর বর্ণনায় তিনি লেখেন, পানিবন্দি মানুষদের উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠনের দিকনির্দেশনা দিয়েছেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

একটি জুম মিটিংয়ের ভিডিও ফেসবুকে প্রকাশ করে এমনটিই জানান তিনি এই নায়ক-প্রযোজক। নিজের অফিস কর্মকর্তাদের সঙ্গে অনুদান নিয়ে এই মিটিং করেন তিনি। জানা যায়, শিগগিরই তাদের একটি টিম সেখানে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অনন্ত জলিল বলেন, ‘আগামীকাল (২১ জুন) দুটি টিম সার্ভে করতে যাবে সিলেট বিভাগে। তারা চূড়ান্ত রিপোর্ট দেবেন। এরপর আমরা ব্যবস্থা নেবো। সিলেট ও সুনামগঞ্জ এলাকায় শুধু খাবার নয়, ইঞ্জিনচালিত নৌকা, টর্চলাইটসহ অনেক কিছু দরকার। এগুলো সার্ভে করে দেখতে হবে।’

অন্যদিকে, এবার কোরবানির ঈদে আসছে এই তারকার নতুন ছবি ‌‌‘দিন দ্য ডে’। যেখানে তার বিপরীতে দেখা যাবে স্ত্রী বর্ষাকে। যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করেছেন ইরানের মর্তুজা অতাশ জমজম।

/এম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
তুরস্কে বাংলাদেশের জিমন্যাস্টদের চমক
তুরস্কে বাংলাদেশের জিমন্যাস্টদের চমক
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
জাল-জালিয়াতিতে পণ্য খালাস, কারাগারে জেটি সরকার
জাল-জালিয়াতিতে পণ্য খালাস, কারাগারে জেটি সরকার
এ বিভাগের সর্বশেষ
‘হাওয়া’র চাপে নামিয়ে দেওয়া হলো ‘দিন দ্য ডে’
‘হাওয়া’র চাপে নামিয়ে দেওয়া হলো ‘দিন দ্য ডে’
অবশেষে ‘হাওয়া’য় গা ভাসালেন অনন্ত জলিল
অবশেষে ‘হাওয়া’য় গা ভাসালেন অনন্ত জলিল
হুইলচেয়ার ক্রিকেটাররা দেখবেন ‌‘দিন দ্য ডে’
হুইলচেয়ার ক্রিকেটাররা দেখবেন ‌‘দিন দ্য ডে’
অনন্তের ‘আন্তর্জাতিক’ কর্মকাণ্ডে বিরক্ত অঞ্জনাও!
অনন্তের ‘আন্তর্জাতিক’ কর্মকাণ্ডে বিরক্ত অঞ্জনাও!
৭৪ শিল্পী নিয়ে  সিনেমা হলে যাচ্ছেন অনন্ত জলিল!
৭৪ শিল্পী নিয়ে সিনেমা হলে যাচ্ছেন অনন্ত জলিল!