X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
প্রসঙ্গ টিকটক

এ অসম্ভবের আবাসস্থল, এখানে সব সম্ভব: প্রিন্স মাহমুদ

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৫:৩০আপডেট : ২৮ জুন ২০২২, ২০:১১

শর্ট ভিডিও হোস্টিং অ্যাপ টিকটক নিয়ে অভিযোগের অন্ত নেই। এর আগেও বহুজন এ বিষয়ে সরব হয়েছেন। এবার অ্যাপ আইন করে এটা নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন শূন্য দশকের জনপ্রিয় গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ। 

সম্প্রতি পদ্মা সেতুর ওপরের টিকটকারদের নানাভাবে ভিডিও ধারণের চেষ্টায় ক্ষুব্ধ এই তারকা। সেটাই এক স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি। পদ্মা সেতুর ওপর সাদা পোশাক পরা এক নারী ও নাট খোলার চেষ্টা করা যুবককেও একহাত নিয়েছেন ব্যান্ড মিক্স অ্যালবাম ইতিহাসের এই প্রিন্স।

নিজ স্টুডিওতে প্রিন্স মাহমুদ গতকাল (২৭ জুন) ফেসবুকে প্রিন্স মাহমুদ লেখেন, ‘‘আমি শিওর পদ্মা সেতুর ওপরে পানি থেকে উঠে আসা ‘ইনা গিনা গিনা’ নৃত্যরত টিকটকের ওই সফেদ-সাদা পাইথনটাকে কোনও কোনও পরিচালক তাদের নাটক-সিনেমায় নেবেন শুধু ভিউজ বাড়াবার নিয়তে। কেউ কেউ তার গলায় সুর খুঁজবেন। আর মিডিয়া তা প্রচার করবে। অনাসৃষ্টি উদ্ভট নাচ গান আর নাট-বল্টু প্রজন্মের মদতদাতা, পৃষ্ঠপোষক আমরাই, আর আমাদের শীর্ষস্থানীয় চ্যানেলগুলো যারা ‘আপনি প্রথম, আপনি তো ভাইরাল’ বলে টিকটকারদের পেছনে পেছনে মাইক্রোফোন, ক্যামেরা নিয়ে নির্লজ্জের মতো দৌড়াচ্ছি। এ অসম্ভবের আবাসস্থল! এখানে সব সম্ভব!’’

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বাচ্চারা এখন ছবি আঁকা শেখে না, শেখে না গান, পিয়ানো শেখে না কিন্তু টিকটক, লাইকিতে কী করতে হয়, জানে। দয়া করে দেশে এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার বিষয়ে সবাই সোচ্চার হোন, এ বিষয়ে লেখেন, একমত হোন, দয়া করে।’

সবার প্রতি আবেদন করেন- হ্যাশট্যাগে লেখেন #Ban_tiktok #Ban_Likee #Ban_Capcut।

টিকটক ও লাইকি’র মতো তারুণ্য বিধ্বংসী অ্যাপগুলো অতিসত্বর বন্ধ করার দাবিও জানান প্রিন্স মাহমুদ। বলেন, ‘আমরা উপলব্ধি করতে পারছি না এই সমস্ত অ্যাপের অবিবেচনাপ্রসূত ব্যবহার কীভাবে প্রজন্মকে একটু একটু করে মেধাশূন্য করে ফেলছে। অ্যাপকেন্দ্রিক এই নৈতিক অবক্ষয়ের পরিণতি নিকট ভবিষ্যতে হবে ভয়াবহ। তাই এগুলো এখনই বন্ধ করার দাবি জানাই।’

এদিকে এ গীতিকবি-সুরকার জানান, আবারও গানের বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন তিনি। নব্বই দশকের খ্যাতনামা এক ব্যান্ড তারকাকে পাওয়া যাবে তার গানে। আর এটি আসবে কোরবানির ঈদে। পদ্মা সেতুতে দুই টিকটকার

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা