X
সোমবার, ০৮ আগস্ট ২০২২
২৩ শ্রাবণ ১৪২৯

পাহাড়ে বাড়ি তাদের

ফয়সল আবদুল্লাহ
০৩ জুলাই ২০২২, ১৯:২৮আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯:২৮

হলিউড হোক আর বলিউড, মাসের পর মাস ব্যস্ত শুটিং শিডিউলের জন্য হাঁফ ছেড়ে বাঁচার খুব কম সময়ই পান তারকারা। আর তাই যখনই সময় মেলে, শহুরে জঞ্জাল থেকে দূরে কোথাও গিয়ে অবসর কাটাতে মরিয়া হয়ে যান তারা। যে কারণে কেউ কেউ স্বপ্নের বাড়িটা তৈরি করেছেন একটু উঁচুতে। গিয়েছেন সোজা পাহাড়ে।

পাহাড়ে বাড়ি তাদের আমির খান

বান্দ্রায় বিলাসী একখানা বাড়ি আছে মিস্টার পারফেকশনিস্টের। তবু বনবিথিকা আর পাহাড়ের খোঁজে ছুটে গেছেন মহারাষ্ট্রের পঞ্চগনিতে। পাহাড়ের ওই রাজ্যে ২ একর জায়গার মালিক আমির। সেখানেই গড়েছেন অবকাশের বাড়ি। সাবেক স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদকে নিয়ে প্রায়ই সেখানে বেড়াতে যান। জানা গেলো, এ বাড়ি তৈরিতে তার খরচ হয়েছে ৭ কোটি রুপি।

পাহাড়ে বাড়ি তাদের কঙ্গনা রনৌত

মানালির অনেক উঁচুতে আছে এক বাড়ি। নাম কঙ্গনা হাইটস। পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উঁচুতে দারুণ অভিজাত এই বাড়ি করেছেন কঙ্গনা। বাড়ি বানানো ও সাজসজ্জায় খরচও করেছেন হাত খুলে। ৩০ কোটি রুপির এ বাড়ির ছবি প্রায়ই কঙ্গনা রনৌতের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়।

পাহাড়ে বাড়ি তাদের কারিনা-সাইফ

এ তারকা দম্পতি ছুটি পেলেই ছুটে যান সুইজারল্যান্ড। বিভিন্ন সাক্ষাৎকারে তারা এও বলেছেন, দেশটির সঙ্গে তাদের একটা বিশেষ সম্পর্ক আছে। আর সেটাকেই স্থায়ী করতে ৩৩ কোটি রুপিতে জিস্ট্যাড শহরে কিনেছেন বিলাসী এক কেবিন হাউজ।

পাহাড়ে বাড়ি তাদের সুনিল শেঠি

সুইমিং পুল, বাগান আর একগাদা হাইটেক সুযোগ-সুবিধাসহ খান্ডালার এক পাহাড়ের ওপর অতিকায় এক ‘জাহান’ গড়েছেন সুনিল শেঠি। এ বাড়িতেই এখন বেশিরভাগ সময় কাটে এক সময়ের মারকুটে এই অ্যাকশন হিরোর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সদরঘাটে দুই লঞ্চের চাপায় যাত্রীর মৃত্যু
সদরঘাটে দুই লঞ্চের চাপায় যাত্রীর মৃত্যু
জননী সাহসিকা-বঙ্গমাতা
জননী সাহসিকা-বঙ্গমাতা
পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মাতৃত্বকালীন বিষণ্নতায় ভোগেন দেশের ৩৯ শতাংশ নারী
মাতৃত্বকালীন বিষণ্নতায় ভোগেন দেশের ৩৯ শতাংশ নারী
এ বিভাগের সর্বশেষ
জাহ্নবীকে সাবধান করেছিলেন শ্রীদেবী
জাহ্নবীকে সাবধান করেছিলেন শ্রীদেবী
৪ বছর পর শিবলী ফিরলেন ‘ঘুরে দাঁড়ানোর গান’ নিয়ে
৪ বছর পর শিবলী ফিরলেন ‘ঘুরে দাঁড়ানোর গান’ নিয়ে
ছবি ফ্লপ হলে কেমন লাগে কৃতির
ছবি ফ্লপ হলে কেমন লাগে কৃতির
‘হাওয়া’র চিত্রনাট্য লেখা হলো যে গান শুনে (ভিডিও)
‘হাওয়া’র চিত্রনাট্য লেখা হলো যে গান শুনে (ভিডিও)
বঙ্গমাতার জন্মদিনে বাংলাদেশ বেতারের বিশেষ গান
বঙ্গমাতার জন্মদিনে বাংলাদেশ বেতারের বিশেষ গান