X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

লুইপার অভিষেক, এবারও সঙ্গী জীবন

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ২০:৫৮আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:০৭

ক্যারিয়ারের টানা একযুগ পার করলেন সুকণ্ঠী জিনিয়া জাফরিন লুইপা। ২০১০ সালে ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে শুরু। এরপর ধারাবাহিক সাফল্য এসেছে অডিও, ভিডিও, টেলিভিশন আর স্টেজেও। অথচ অধরা ছিল প্লেব্যাক।

এবার সেটিও ধরা দিলো। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় গাওয়ার মাধ্যমে লুইপার অভিষেক হলো প্লেব্যাকে। গানটির শিরোনাম ‘ধীরে ধীরে’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। লুইপার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমন।

লুইপা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই রবিউল ইসলাম জীবনের সঙ্গে আমার মিউজিকাল বোঝাপড়াটা চমৎকার। আমার প্রথম অ্যালবামের সব গানের কথা লিখেছেন তিনি। প্রথম প্লেব্যাকও করলাম তার কথায়। এটা আমার জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা, জীবন ভাই ও ইমন ভাই মিলে আমাকে চমৎকার একটা গান উপহার দিয়েছেন।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘সময়ের দুর্দান্ত মেধাবী গায়িকাদের একজন লুইপা। ভালোভাবে নিজেকে প্রস্তুত করেই সে সামনে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে কাজ করা আমি সবসময়ই উপভোগ করি। সিনেমার এই গানটি সে অসাধারণ গেয়েছে। আমাদের কথা-সুরের সঙ্গে তার গায়কি গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। বেঁচে থাকার মতো একটি গান হয়েছে এটি।’ 

লুইপা উল্লেখ্য, আসছে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে লুইপার প্রথম প্লেব্যাক করা সিনেমা ‘পরাণ’। গানটির সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে জনি হকের কথায় ‌‘চল নিরালায়’ গানটি এরমধ্যে শ্রোতাদের মুখে মুখে। প্রশংসা কুড়িয়েছে ট্রেলারও। সেই ধারাবাহিকতায় জীবন-লুইপার গানটিও সফলতা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০১৫ সালে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ পায় লুইপার প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’। সেই অ্যালবামের উদ্যোগ এবং সব গানের কথা লেখেন রবিউল ইসলাম জীবন। অ্যালবামের ‘ছায়াবাজি’, ‘ঘুরে ফিরে’ গানগুলোর জন্য শ্রোতার প্রশংসার পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ও জেতেন লুইপা। কাকতাল হলেও সত্যি, ক্যারিয়ারের একযুগ পর এবার প্লেব্যাকেও লুইপার সঙ্গী হলেন গীতিকবি জীবন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা