X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ২২:০৯আপডেট : ২৩ জুলাই ২০২২, ২২:১১

দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত টিম ‘ইত্যাদি’ যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্র জীবনের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুরে। মঞ্চ নির্মাণ করা হয়েছে কবির ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত দরিরামপুর স্কুলে তারই শ্রেণিকক্ষের সামনে।

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষে ত্রিশালের এই স্থানকে বেছে নেওয়া হয় বলে জানান হানিফ সংকেত। এই পর্বটি ধারণ করা হয় ১৭ জুলাই। 

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’ দর্শকদের বাঁধভাঙা জোয়ারে পুরো মাঠই ছিলো দর্শকপূর্ণ। শুধু তাই নয়, বেশ ক’টি ভবনের ছাদ, আশেপাশের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ, গাছপালা সবকিছুতেই ছিলো দর্শক পরিপূর্ণ। স্থানীয়রা জানান, ইতোপূর্বে ত্রিশালে কখনও কোনও অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। 

এবারের অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। আর তাদের সহযোগিতা করছেন আরও একদল নজরুলসংগীতশিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দু’টি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। সংগীতায়োজন করেছেন মেহেদি, নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল।

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’ রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী। রয়েছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজির চালচিত্র। পিএইচডি ডিগ্রীধারী একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির বিশাল কৃষি কর্মকাণ্ডের ওপর রয়েছে একটি প্রতিবেদন। থাকছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আবদুল মালেকের ওপর একটি হৃদয়ছোঁয়া মানবিক প্রতিবেদন। যিনি পথ শিশুদের বিভিন্ন সেবা দেয়ার পাশাপাশি, দেশের বিভিন্ন স্থান থেকে অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ও চলাচলে অক্ষম বৃদ্ধ-বৃদ্ধাদের তুলে এনে আশ্রয় দেন। 

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’ এবারের পর্বে রয়েছে গ্রীসের অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদনসহ নিয়মিত সব আয়োজন।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ২৯ জুলাই, রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’

/এমএম/
সম্পর্কিত
বাড়িওয়ালা সাব্বিরের মুখোমুখি ভাড়াটিয়া নাসির উদ্দিন খান!
বাড়িওয়ালা সাব্বিরের মুখোমুখি ভাড়াটিয়া নাসির উদ্দিন খান!
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
তাদের নিয়ে হানিফ সংকেতের মিউজিক্যাল ড্রামা
তাদের নিয়ে হানিফ সংকেতের মিউজিক্যাল ড্রামা
আবার দুই ভাই, সঙ্গে বাবার গানের রেশ
আবার দুই ভাই, সঙ্গে বাবার গানের রেশ
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!