X
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
১৬ চৈত্র ১৪২৯

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ২২:০৯আপডেট : ২৩ জুলাই ২০২২, ২২:১১

দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত টিম ‘ইত্যাদি’ যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্র জীবনের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুরে। মঞ্চ নির্মাণ করা হয়েছে কবির ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত দরিরামপুর স্কুলে তারই শ্রেণিকক্ষের সামনে।

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষে ত্রিশালের এই স্থানকে বেছে নেওয়া হয় বলে জানান হানিফ সংকেত। এই পর্বটি ধারণ করা হয় ১৭ জুলাই। 

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’ দর্শকদের বাঁধভাঙা জোয়ারে পুরো মাঠই ছিলো দর্শকপূর্ণ। শুধু তাই নয়, বেশ ক’টি ভবনের ছাদ, আশেপাশের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ, গাছপালা সবকিছুতেই ছিলো দর্শক পরিপূর্ণ। স্থানীয়রা জানান, ইতোপূর্বে ত্রিশালে কখনও কোনও অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। 

এবারের অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। আর তাদের সহযোগিতা করছেন আরও একদল নজরুলসংগীতশিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দু’টি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। সংগীতায়োজন করেছেন মেহেদি, নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল।

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’ রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী। রয়েছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজির চালচিত্র। পিএইচডি ডিগ্রীধারী একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির বিশাল কৃষি কর্মকাণ্ডের ওপর রয়েছে একটি প্রতিবেদন। থাকছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আবদুল মালেকের ওপর একটি হৃদয়ছোঁয়া মানবিক প্রতিবেদন। যিনি পথ শিশুদের বিভিন্ন সেবা দেয়ার পাশাপাশি, দেশের বিভিন্ন স্থান থেকে অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ও চলাচলে অক্ষম বৃদ্ধ-বৃদ্ধাদের তুলে এনে আশ্রয় দেন। 

কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’ এবারের পর্বে রয়েছে গ্রীসের অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদনসহ নিয়মিত সব আয়োজন।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ২৯ জুলাই, রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’

/এমএম/
সম্পর্কিত
জাতীয় নারী ফুটবল ও ক্রিকেট দলের মধ্যমণি সাবিনা ইয়াসমিন
জাতীয় নারী ফুটবল ও ক্রিকেট দলের মধ্যমণি সাবিনা ইয়াসমিন
২৬ মার্চ রাতে ২৫ মার্চের গল্প
২৬ মার্চ রাতে ২৫ মার্চের গল্প
বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির দিনব্যাপী আয়োজন
বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির দিনব্যাপী আয়োজন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১: প্রস্তুত হচ্ছে মঞ্চ, চলছে রিহার্সাল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১: প্রস্তুত হচ্ছে মঞ্চ, চলছে রিহার্সাল
বিনোদন বিভাগের সর্বশেষ
মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে শিল্পী সংঘের প্রতিবাদ
মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে শিল্পী সংঘের প্রতিবাদ
বিচ্ছেদের ধাক্কা, পরিবারের বাধা, তবু হলেন আইটেম গার্ল!
বিচ্ছেদের ধাক্কা, পরিবারের বাধা, তবু হলেন আইটেম গার্ল!
সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার
সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার
রাজু-রিমন নেতৃত্বাধীন বাচসাস কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজু-রিমন নেতৃত্বাধীন বাচসাস কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক
বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক