X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

জাজের সিইও আলিমউল্লাহকে হত্যার হুমকি

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৭:৪৫আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:১৪

আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও ও প্রযোজক মোহাম্মদ আলিমউল্লাহ খোকনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আর সে কারণে গত ২৩ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় সোহেল রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তিনি। এই প্রযোজক জানান, হত্যার হুমকি পাওয়ার পর কয়েক দিন ধরেই অজ্ঞাত মানুষ তাকে অনুসরণ করছে।

খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সোহেল রানা প্রায়ই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। পরবর্তী সময়ে তিনি একই ঘটনা বারবার ঘটানোয় ২০২২ সালে তার বিরুদ্ধে আমি মামলা করি। তিনি জামিনে বের হয়ে এসে মামলাটি তুলে নিতে আমার ওপর চাপ দেয়। এমনকি হত্যার হুমকিও দেয়। এরপর আমি জিডি করলাম।’

জিডিতে এই প্রযোজক উল্লেখ করা করেন, সোহেল রানা জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। না হলে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, কয়েক দিন হলো অজ্ঞাত লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি। 

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ আবারও সিনেমায় সরব হয়েছে। ‘এমআর-নাইন’সহ বেশ কয়েকটি প্রযোজনার কাজ চলছে তাদের। আলিমউল্লাহ সেগুলো নিয়েও ব্যস্ত বলে জানালেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আপনার মতো যেন আরেকজন জন্ম নেয় এই ধরায়: জয়া আহসান
আপনার মতো যেন আরেকজন জন্ম নেয় এই ধরায়: জয়া আহসান
৩০টি পুতুলনাট্য নিয়ে ১২ দিনের উৎসব  
৩০টি পুতুলনাট্য নিয়ে ১২ দিনের উৎসব  
কাপুর পরিবারে প্রথম মাধ্যমিক পাস করেছেন রণবীর! 
কাপুর পরিবারে প্রথম মাধ্যমিক পাস করেছেন রণবীর! 
অন্তর্জাল: সাইবার থ্রিলার নিয়ে স্মার্ট ছবি
সিনেমা সমালোচনাঅন্তর্জাল: সাইবার থ্রিলার নিয়ে স্মার্ট ছবি
সেলিব্রেটি ক্রিকেট লিগ: মাঠে গড়াচ্ছে আজ থেকে
সেলিব্রেটি ক্রিকেট লিগ: মাঠে গড়াচ্ছে আজ থেকে