X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

জাজের সিইও আলিমউল্লাহকে হত্যার হুমকি

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৭:৪৫আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:১৪

আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও ও প্রযোজক মোহাম্মদ আলিমউল্লাহ খোকনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আর সে কারণে গত ২৩ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় সোহেল রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তিনি। এই প্রযোজক জানান, হত্যার হুমকি পাওয়ার পর কয়েক দিন ধরেই অজ্ঞাত মানুষ তাকে অনুসরণ করছে।

খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সোহেল রানা প্রায়ই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। পরবর্তী সময়ে তিনি একই ঘটনা বারবার ঘটানোয় ২০২২ সালে তার বিরুদ্ধে আমি মামলা করি। তিনি জামিনে বের হয়ে এসে মামলাটি তুলে নিতে আমার ওপর চাপ দেয়। এমনকি হত্যার হুমকিও দেয়। এরপর আমি জিডি করলাম।’

জিডিতে এই প্রযোজক উল্লেখ করা করেন, সোহেল রানা জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। না হলে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, কয়েক দিন হলো অজ্ঞাত লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি। 

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ আবারও সিনেমায় সরব হয়েছে। ‘এমআর-নাইন’সহ বেশ কয়েকটি প্রযোজনার কাজ চলছে তাদের। আলিমউল্লাহ সেগুলো নিয়েও ব্যস্ত বলে জানালেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব