X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অবশেষে সম্প্রচারে ফিরছেন শখ

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৬:৫১আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭:৩৪

গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এরপর কিছুটা বিরতি দিয়ে চলতি বছরের মার্চে নাটকের শুটিংয়ে অংশ নেন। নাম ছিল ‘ফাটাফাটি প্রেম’। নাটকটি এবার প্রচারে আসছে। 

শুক্রবার (২৯ জুলাই) এটি দেখাবে আরটিভি। 

‘ফাটাফাটি প্রেম’ লিখেছেন জুয়েল এলিন। পরিচালনায় আছেন জাকিউল ইসলাম রিপন।

বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর পর এই নাটকের জন্যই ক্যামেরার সামনে দাঁড়াই। খুবই ভালো লেগেছে কাজটি করে। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। সব মিলিয়ে কাজটা হয়েছিল।’

নাটকের গল্পে দেখা যাবে, অরিনের বিয়ে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে কতক্ষণ পরপরই রনি ফোন দিয়ে বলছে, তাকে না পেলে সে সুইসাইড করবে। একই কথা শুনে শুনে ত্যক্ত-বিরক্ত হয়ে অরিন সাফ জানিয়ে দেয়, এরপর সত্যি সত্যি মরে কনফার্ম হয়ে তারপর যেন তাকে ফোন দেয়। অরিনের শর্ত ছিল রনি যেন নিজের পায়ে দাঁড়াতে চাকরি করে। কিন্তু সে হয়েছে সবজি বিক্রেতা। 

নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন যাহের আলভী। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা