X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্যামেরার পেছনে এক দশক, প্রস্তুতি সিনেমার

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৭:২৬আপডেট : ৩১ জুলাই ২০২২, ২২:৩০

সেই ২০১২ সালে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন হাসান মোরশেদ। আর থেমে থাকেননি। একের পর এক নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাণে।

তরুণ এই নির্মাতা ২০১২ সালে নির্মাণ করেন প্রথম টেলিভিশন নাটক ‘জর্দা জামাল’। ২০১৩ সালে নাটকটি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নাটক হিসেবে মনোনয়ন পায় এবং বেস্ট ডিরেক্টর হিসেবে মনোনয়ন পান তিনি। একই বছর নির্মাণ করেন ‘অপুর অপেক্ষায়’ নামে একটি নাটক। সে বছর তিনি ওই নাটকের মাধ্যমে আরটিভি স্টার অ্যাওয়ার্ডের বেস্ট ডিরেক্টরের পুরস্কার জিতে নেন। 

এছাড়াও হাসান মোরশেদের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘দ্য জেন্টলম্যান’, ‘সাধারণ জ্ঞান’, ‘জোছনার অন্ধকারে’, ‘একটি বিশেষ ঘোষণা’, ‘তিনি একজন সৌভাগ্যবান’, ‘মায়া’, ‘সাদাসিধে মানুষের গল্প’, ‘অপহরণের পর’, ‘মায়াকান্না’, ‘শিক্ষা সফর’ প্রভৃতি। নির্মাণ করেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আদর্শলিপি’।

নাটক নির্মাণে সফলতার সময়ই শুরু করেন বিজ্ঞাপন নির্মাণ। প্রতিষ্ঠা করেন নিজের প্রতিষ্ঠান ‘ফিল্ম ফ্যাক্টরি’। যা ২০২১ সালে ‘আর্বো ফিল্মস’ নামে রি-ফর্ম করা হয়। যেখান থেকে হাসান মোরশেদ তৈরি করেন দু’শতাধিক দেশি-বিদেশি ব্র্যান্ডের জনপ্রিয় সব বিজ্ঞাপন। যার মধ্যে অন্যতম ম্যাগি নুডলস, মাইলো, টেলিটক, ইস্পাহানি, আকাশ ডিটিএইচ, আড়ং মিল্ক, জিপিএইচ ইস্পাত, আকিজ সিরামিকস, রাঁধুনি রেডি মিক্স, চপস্টিক নুডলস, বাটা, এলজি, ইউএসএআইডি, কুমারিকা, ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার-এর মতো পণ্যর সব বিজ্ঞাপন। 

বিজ্ঞাপনে ব্যস্ত এই নির্মাতা চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। খুব দ্রুতই আসবে ঘোষণা।

নিজের এক দশকের ক্যারিয়ার প্রসঙ্গে হাসান মোরশেদ বলেন, ‘শুরু থেকেই ভালো কাজ করার চেষ্টা ছিল। টানা ১০ বছর সেই চেষ্টার এতটুকু ব্যতিক্রম হয়নি। দর্শকসহ সবাই আমার কাজগুলো পছন্দ করেছেন। এটা আমার সবচেয়ে বড় সফলতা। এটি ধরে রাখতে চাই। নির্মাণ করতে চাই ভালো সিনেমাও। সেই প্রস্তুতিই চলছে এখন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!