X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঢাকায় নেমে যা বললেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৪:১৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৯:০৮

লম্বা আকাশ ভ্রমণ শেষে ঢাকায় নামলেন বাংলা ছবির ‘রাজকুমার’ শাকিব খান। ফিরেই পড়ে গেলেন ভক্ত ও মিডিয়াকর্মীদের বেড়াজালে। সেখানেই জানালেন নিজের অনুভূতি। আবেগ সামলে কথা বললেন নতুন ছবি ‘রাজকুমার’সহ নানা প্রসঙ্গে। 

বুধবার (১৭ আগস্ট) বেলা ১টায় বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালো বেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’  

এরপরের প্রশ্নই ছিল- ঢাকায় ফেরার পর এখন কোন কাজগুলোতে নজর দেবেন তিনি। স্মিত হেসেই বললেন, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করবো তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’

নয় মাস পর আমেরিকা থেকে দেশে ফিরলেন তিনি। সেখানে অবস্থান ও কাজ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্থান তৈরি করা। এ কারণে একটা ছবির মহরত করেছি নিউ ইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরও ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক বাংলা ছবি।’

এদিকে শোনা যাচ্ছে দীর্ঘ ৯ মাসের আমেরিকা সফর শেষে, মাত্র মাস তিনেকের জন্য দেশে ফিরেছেন তিনি। নভেম্বরে আবার পাড়ি দেবেন আমেরিকা। বিষয়টি হেসেই উড়িয়ে দেন শাকিব। বলেন, ‘এটা তো আমার দেশ। আমি তো এখানেই থাকবো। আমি কোথায় যাবো?’

প্রবাস জীবনে শাকিব খোঁজ রেখেছেন দেশের ছবিরও। তার মতে, সারা বিশ্বেই কোভিডের কারণে বড় ধরনের ঝুঁকির মধ্যে ছিল। যার প্রভাব পড়েছিল বাংলা ছবিতেও। বলেন, ‘‘কোভিড পরবর্তী সময়ে ‘স্পাইডারম্যান’ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। বিশ্বের অনেক ছবি ভালো বিজনেস করেছে। আমাদের বাংলা ছবিও ভালো জায়গায় যাচ্ছে।’’

বিমানবন্দরে নেমে মুগ্ধও হয়েছেন হালের বাংলা ছবির শীর্ষ এ নায়ক। উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ঠিক জানতাম না এত লোকজন আসবে। ফেসবুকে অত ডিটেইল কিছু দেখতে পারিনি। যতটুকু দেখেছি, তাদের এই ভালোবাসার কাছে আমি সবসময়ই কৃতজ্ঞ।’

এর আগে শাকিব খানের আগমন উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করে কয়েকশ’ শাকিব-ভক্ত। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার নামে স্লোগান দিতেও দেখা যায় তাদের। ঢাকা ছাড়াও নীলফামারী, দিনাজপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়