X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

‘অক্টোপাস’ বাঁধনের বর্ণনা দিলেন টাবু!

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪

‘ও যখন হাঁচি দিতো, একসঙ্গে তিনটি। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিলো। ওরকম তিলের মতো আরেকজন ছিলো আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা না অক্টোপাসের ছিলো, না আমার।’

রহস্যে জড়ানো স্বরে কথাগুলো বললেন বলিউডের গুণী অভিনেত্রী টাবু। যার বর্ণনা দিলেন, যাকে তিনি অক্টোপাস বলে সম্বোধন করলেন, তিনি বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দুই দেশের দুই গুণীকে একসূতোয় বেঁধেছে ‘খুফিয়া’ নামের একটি সিনেমা। যেটার খবর কম-বেশি সকলেরই জানা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সিনেমাটির নতুন একটি টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানেই সিগারেট ফুঁকতে ফুঁকতে এমন সংলাপ দিয়েছেন টাবু। তার মতো নন্দিত অভিনেত্রীর মুখে নিজের সিনে চরিত্রের বর্ণনা শুনে মুগ্ধ বাঁধন।  

বাংলা ট্রিবিউনকে ‘রেহানা’ তারকা বলেন, ‘টাবুর মতো একজন অভিনেত্রী আমার ক্যারেক্টারের বর্ণনা দিচ্ছেন, এটা তো আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমি খুবই খুশি এবং ইমোশনাল। আগেও বলেছি, এখনও বলছি, এখানে আমার স্ক্রিনটাইম অতো বেশি না। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি চরিত্র।’

এর আগেও ‘খুফিয়া’র একটি টিজার প্রকাশিত হয়েছিলো। তবে নতুন ঝলকটি নিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত বাঁধন। কেননা এখানে তার চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বাঁধন বললেন, ‘আমি নিজেও জানতাম না যে, শুধু অক্টোপাস ক্যারেক্টার নিয়ে টিজার বানাবে। আমি নিজেও সারপ্রাইজড।’

‘খুফিয়া’ নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ। এটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। এতে টাবু ও বাঁধন ছাড়াও অভিনয় করেছেন, আশিষ বিদ্যার্থী, আলি ফজল প্রমুখ। শিগগিরই সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

টিজার লিংক:

/এমএম/কেআই/
সম্পর্কিত
এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা: বাঁধন
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা: বাঁধন
ইচ্ছের সিঁড়ি বেয়ে আরও একধাপ...
ইচ্ছের সিঁড়ি বেয়ে আরও একধাপ...
‘এটাই আমার স্ট্যান্ড’, কোনটা?
শুভ জন্মদিন‘হুটহাট চুপসে যাওয়ার বাতিক আছে আমার’
রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে যা বললেন অভিনয়শিল্পীরা
রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে যা বললেন অভিনয়শিল্পীরা
বিনোদন বিভাগের সর্বশেষ
৭ বছর পর ফিরছে ‘এক্স ফাইলস’ জুটি
৭ বছর পর ফিরছে ‘এক্স ফাইলস’ জুটি
১ টিকিটে ১৪ নাটক, উদ্বোধক ১০০ দর্শক!
১ টিকিটে ১৪ নাটক, উদ্বোধক ১০০ দর্শক!
গ্লোবাল অ্যাওয়ার্ডের পর ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন রণ
গ্লোবাল অ্যাওয়ার্ডের পর ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন রণ
তারুণ্যের উৎসবে জেমস
তারুণ্যের উৎসবে জেমস
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’