X
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০

‘অক্টোপাস’ বাঁধনের বর্ণনা দিলেন টাবু!

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪

‘ও যখন হাঁচি দিতো, একসঙ্গে তিনটি। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিলো। ওরকম তিলের মতো আরেকজন ছিলো আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা না অক্টোপাসের ছিলো, না আমার।’

রহস্যে জড়ানো স্বরে কথাগুলো বললেন বলিউডের গুণী অভিনেত্রী টাবু। যার বর্ণনা দিলেন, যাকে তিনি অক্টোপাস বলে সম্বোধন করলেন, তিনি বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দুই দেশের দুই গুণীকে একসূতোয় বেঁধেছে ‘খুফিয়া’ নামের একটি সিনেমা। যেটার খবর কম-বেশি সকলেরই জানা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সিনেমাটির নতুন একটি টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানেই সিগারেট ফুঁকতে ফুঁকতে এমন সংলাপ দিয়েছেন টাবু। তার মতো নন্দিত অভিনেত্রীর মুখে নিজের সিনে চরিত্রের বর্ণনা শুনে মুগ্ধ বাঁধন।  

বাংলা ট্রিবিউনকে ‘রেহানা’ তারকা বলেন, ‘টাবুর মতো একজন অভিনেত্রী আমার ক্যারেক্টারের বর্ণনা দিচ্ছেন, এটা তো আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমি খুবই খুশি এবং ইমোশনাল। আগেও বলেছি, এখনও বলছি, এখানে আমার স্ক্রিনটাইম অতো বেশি না। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি চরিত্র।’

এর আগেও ‘খুফিয়া’র একটি টিজার প্রকাশিত হয়েছিলো। তবে নতুন ঝলকটি নিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত বাঁধন। কেননা এখানে তার চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বাঁধন বললেন, ‘আমি নিজেও জানতাম না যে, শুধু অক্টোপাস ক্যারেক্টার নিয়ে টিজার বানাবে। আমি নিজেও সারপ্রাইজড।’

‘খুফিয়া’ নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ। এটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। এতে টাবু ও বাঁধন ছাড়াও অভিনয় করেছেন, আশিষ বিদ্যার্থী, আলি ফজল প্রমুখ। শিগগিরই সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

টিজার লিংক:

/এমএম/কেআই/
সম্পর্কিত
‘মানুষ এখন চুপ থাকছে না, এটা অবশ্যই পজিটিভ দিক’
ঈদ বিশেষ‘মানুষ এখন চুপ থাকছে না, এটা অবশ্যই পজিটিভ দিক’
‘ইত্যাদি’তে অভিনয় করলেন তারা
‘ইত্যাদি’তে অভিনয় করলেন তারা
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
পেখম মেলেছে খুশির ময়ূর, আছে অভিযোগও!
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১‘সিনেমা, আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো প্রধানমন্ত্রীর সামনে!’
বিনোদন বিভাগের সর্বশেষ
রেকর্ড গড়ে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
রেকর্ড গড়ে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো
ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো
সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে
সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে
জাফর ইকবাল: গায়ক থেকে নায়ক হলেন যেভাবে
জন্মদিনে স্মরণজাফর ইকবাল: গায়ক থেকে নায়ক হলেন যেভাবে