X
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
১১ অগ্রহায়ণ ১৪২৯

আগে নায়িকাদের নির্দিষ্ট ছকে দেখানো হতো: তামান্না

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘বাহুবলী’তে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান। সম্প্রতি তাকে দেখা গেছে ‘বাবলি বাউন্সার’ নামের একটি হিন্দি সিনেমায়। যেখানে একেবারে ব্যতিক্রম চরিত্রে হাজির হয়েছেন এ অভিনেত্রী।
 
এই সিনেমার গল্প এমন একটি এলাকার, যেখানে বেশিরভাগ মানুষ কুস্তীগির। বাবলি তথা তামান্না নিজেও ছোটবেলা থেকেই কুস্তীর প্রশিক্ষণ নিয়েছেন। এমন চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক দিক থেকেও নিজেকে পরিবর্তন করতে হয়েছে তামান্নার।
 
এ প্রসঙ্গেই চলে আসে নায়িকা-অভিনেত্রী বিষয়টি। সিনেমার পর্দায় বরাবরই নায়িকাদের একটি গৎবাঁধা ছকে উপস্থাপন করা হয়। তবে সেই ছক সাম্প্রতিক সময়ে ভেঙে গেছে বলে মনে করেন তামান্না ভাটিয়া। তিনি জানান, ছোটবেলায় যখন অভিনয় শুরু করেছিলেন, তখন দেখেছেন, নায়িকাদের একটি নির্দিষ্ট ঢঙে দেখানো হতো। 
তামান্না বলেন, ‘কৈশোরেই আমি কাজ শুরু করেছিলাম। ওই সময়, আমি একেবারে টম-বয়েজ (চটপটে কিংবা ছেলেদের মতো আচরণ) ছিলাম। আমার মনে আছে, তখন আমাকে কিছু নির্দিষ্ট জিনিস শিখতে হয়েছিলো নায়িকার চরিত্র ফুটিয়ে তোলার জন্য। তখন সিনেমায় ছকে বাঁধা নিয়ম ছিলো, নায়িকা কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে।’

বর্তমানের পরিবর্তিত সময় নিয়ে তামান্নার ভাষ্য, ‘এখনকার সিনেমা অনেক বিকশিত হয়েছে, ওইসব নিয়ম এখন ভেঙে গেছে। এখন এগুলোর অস্তিত্ব নেই, তবে যখন শুরু করেছিলাম, তখন ছিলো।’

তামান্না ভাটিয়া তামান্না অভিনীত ‘বাবলি বাউন্সার’ সরাসরি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। ওয়েব দুনিয়া নিয়ে এ নায়িকার মন্তব্য, ‘বিভিন্ন রকম কনটেন্টের জন্য নতুন জানালা খুলে দিয়েছে ওটিটি। গত কয়েক বছর আমাদের এমন পর্যায়ে নিয়ে এসেছে যে, আমরা এখন নানান ধাঁচের সিনেমা করতে পারি এবং সেটাকে উপযুক্ত জায়গায় উপস্থাপন করতে পারি। দিনশেষে, সবকিছু তো শুধু সিনেমা হলে মুক্তি দেওয়া যায় না, তাই না?’

প্রসঙ্গত, ‘বাবলি বাউন্সার’ নির্মাণ করেছেন মধুর ভাণ্ডারকর। এতে তামান্নার সঙ্গে অভিনয় করেছেন অভিষেক বাজাজ, সাহিল ভেইদ প্রমুখ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রস্থানের দুই বছর: শিল্পকলায় অবিনশ্বর আলী যাকের
মৃত্যুদিনে স্মরণপ্রস্থানের দুই বছর: শিল্পকলায় অবিনশ্বর আলী যাকের
দিল্লি থেকে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া
দিল্লি থেকে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া
আবার মঞ্চে ‘ঊর্ণাজাল’
আবার মঞ্চে ‘ঊর্ণাজাল’
দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’
দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’
বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে মারা গেছেন
বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে মারা গেছেন