X
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
১৮ অগ্রহায়ণ ১৪২৯

শাকিব-বুবলী দম্পতির পুত্র বীরের ছবি প্রকাশ

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১

সিনেমার নায়ক-নায়িকা বটে! ব্যক্তিজীবনকেও তারা সাজিয়ে নিয়েছেন রুপালি পর্দার চিত্রনাট্যে। কথায় আছে সিনেমার গরু গাছেও ওঠে।

শাকিব-অপু-বুবলীর প্রেম-বিয়ে-সন্তানের গল্পগুলোও তেমনই। অনেক জল্পনা-কল্পনার পর শুক্রবার প্রকাশ হলো শাকিব-বুবলী দম্পতির পুত্র সন্তানের ছবি। পুত্রের নামও রেখেছেন সিনেমার সঙ্গে মিলিয়ে, ‘বীর’! 

জন্মের দীর্ঘ আড়াই বছর পর বীরের কথা কৌশলে জানান দেন বুবলী। শাকিব খানের বড় পুত্র জয়ের জন্মদিনে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলী তার বেবিবাম্পের ছবি পোস্ট করে ছোট খানের খবরটা জানান।

একই দিন গণমাধ্যমের কাছে বুবলী জানান, ‘আমি মুসলিম। সবকিছুই শালীনভাবে এবং সুন্দরভাবেই হয়েছে।’ সংবাদ সম্মেলন করে সব ঘটনা জানাবেন বলেও কথা দেন। এরপরই অনেকেই ধরে নিয়েছেন অপু বিশ্বাসের পথেই হাঁটছেন শবনম বুবলী।

যদিও এ বিষয়ে শাকিব খান একদমই চুপ। ধারণা করা হচ্ছে, আজ (৩০ সেপ্টেম্বর) দুজনেই শেহজাদ খান বীর ও তাদের বিয়ের সম্পর্কে মুখ খুলবেন সোশাল হ্যান্ডেলে।

শাকিব-বুবলী দম্পতির পুত্র বীরের ছবি প্রকাশ জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা। শোনা যায়, শাকিব খানই তাকে সন্তান হওয়ার খবরটি গোপন রাখতে বাধ্য করেন।

বুবলীর মাধ্যমে দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান জয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপের আমেজ পেলেন বুবলী, মিম জানালেন আমন্ত্রণ
বিশ্বকাপের আমেজ পেলেন বুবলী, মিম জানালেন আমন্ত্রণ
ধৈর্যের বাঁধ ভেঙেছে বুবলীর!
ধৈর্যের বাঁধ ভেঙেছে বুবলীর!
হীরের নাকফুল ঘিরে অপু-বুবলীর ঝগড়া, মুখ খুললেন শাকিব
হীরের নাকফুল ঘিরে অপু-বুবলীর ঝগড়া, মুখ খুললেন শাকিব
প্রকাশ্যে অপু-বুবলীর ঝগড়া, নিশ্চুপ শাকিব!
প্রকাশ্যে অপু-বুবলীর ঝগড়া, নিশ্চুপ শাকিব!
বিনোদন বিভাগের সর্বশেষ
ব্রাজেন্টিনা নিয়ে রাজ-পরীর ব্যয়বহুল প্রমিজ!
ব্রাজেন্টিনা নিয়ে রাজ-পরীর ব্যয়বহুল প্রমিজ!
তারুণ্যের উচ্ছ্বাসে ব্যান্ড তারকাদের উল্লাস
তারুণ্যের উচ্ছ্বাসে ব্যান্ড তারকাদের উল্লাস
শুরু হচ্ছে আঞ্চলিক ভাষার দুই সিনেমা দিয়ে
চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সশুরু হচ্ছে আঞ্চলিক ভাষার দুই সিনেমা দিয়ে
বছরে ১০-১২টা হিন্দি ছবি আসলে আমার আপত্তি নেই: তথ্যমন্ত্রী
চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সবছরে ১০-১২টা হিন্দি ছবি আসলে আমার আপত্তি নেই: তথ্যমন্ত্রী
পরী বললেন ‘আরাম’, রাজের দাবি ‘ব্রাহ্মণবাড়িয়া’!
চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সপরী বললেন ‘আরাম’, রাজের দাবি ‘ব্রাহ্মণবাড়িয়া’!