X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিষ্যের সুরে গুরুর কণ্ঠ

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৭:৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০০:৩০

সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে ইমরান মাহমুদুলের পরিচয় পাক্কা এক যুগের। হাবিবকে গুরু হিসেবে শ্রদ্ধা করেন, ভালোবাসেন ইমরান। অন্যদিকে ইমরানকে শিষ্যের মতো স্নেহ করেন হাবিব। সুরেলা এই সম্পর্কের বয়স লম্বা হলেও কখনও ইমরানের সুরে গান করেননি হাবিব। অবশেষে পরিচয়ের এক যুগ পর শিষ্যের সুর-সংগীতে কণ্ঠ দিলেন গুরু।

সপ্তাহের শেষ দিনের সন্ধ্যায় চমকপ্রদ খবরটি দিয়েছেন ইমরান। জানালেন, প্রথমবারের মতো তার সুর-সংগীতে গেয়েছেন হাবিব ওয়াহিদ। আর এ ঘটনায় তিনি ভীষণ উচ্ছ্বসিত, আপ্লুত। স্বপ্ন পূরণের এই ঘোর এখনও কাটছে না তার।

ইমরান বলেন, ‘যার সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি, সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের। আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি। মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এতো দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য।’

এক যুগ পেছনে ফিরে ইমরান জানালেন, ‘একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০-এর দিকে আমি সেই যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে, বসের জিংগেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য,  তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে। আজকে ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত; তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই, এটি আমার জন্য শুধু একটি গান না, অনেক বড় আবেগ।’

হাবিব ওয়াহিদ বরাবরই নিজের সুর-সংগীতে গান করেন। তবে ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে সাম্প্রতিক সময়ে অন্যের সুরও তুলে নিচ্ছেন নিজের গলায়। এটাকে ‘নিরীক্ষা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘অন্যের সুরে এটা আমার চতুর্থ গান। আমি জানি না, অন্যের সুরে গাওয়ার বিষয়টি কতোটা রান করবে। বিষয়টিকে আমি এক্সপেরিমেন্ট হিসেবে দেখছি। অনেক বছর ধরেই লক্ষ্য করছি, অন্য কম্পোজারদের ভেতরেও একটা আগ্রহ রয়েছে আমাকে দিয়ে গাওয়ানোর। সেই সূত্রে আমি নিজেও ভাবলাম, দেখি বিষয়টি কেমন হয়। তবে ফলাফল পেতে আরও একটু অপেক্ষা করতে হবে।’ 

ইমরানের সঙ্গে গানটির বিষয়ে হাবিব বলেন, ‘ওর অনেক দিনের ইচ্ছে যে, আমি ওর সুরে যেন একটা গান গাই। সেটা পূরণ হলো। মজার ব্যাপার হলো, ও আমার জন্য যে গানটা করেছে, সেটা আমি খুব দ্রুত ধারণ করতে পেরেছি।’

গানটির নাম ‘বোকামন’। এটি লিখেছেন রজত। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে শিগগিরই।  

রেকর্ডিংয়ে ইমরান ও হাবিব এর আগে হাবিব নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘রোম্যান্টিক লাগে’ নামের একটি গান। গানটির সুর করেছিলেন আদিব। ‘বেণি খুলে’ নামের আরেকটি গান গেয়েছেন মুযার সুরে। যা প্রকাশ হয়েছিল কাইনেটিক মিউজিকের চ্যানেলে। সর্বশেষ প্রকাশ হয় ‘অভিমানী রোদ্দুর’ নামের আরেকটি গান। এটি ‘অপারেশন সুন্দরবন’র গান। অন্যের সুরে এটি ছিলো হাবিবের প্রথম প্লেব্যাক।

এদিকে ইমরানের শিক্ষাগুরু হাবিব হলেও, তার সুরে খুব বেশি গানে পাওয়া যায়নি ইমরানকে। এরমধ্যে হাবিবের সুর-সংগীতে একটি সিনেমার গান ও কয়েকটি জিজ্ঞেলে কাজ করেছেন ইমরান।

/কেআই/এমএম/
সম্পর্কিত
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার
সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…