X
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
১০ শ্রাবণ ১৪৩১

‘বোধ’ সিরিজের মধ্যে ‘কারাগার’ কৌশল!

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮:৩৫

ওয়েব কনটেন্ট পছন্দ করেন এমন বাঙালিদের মনে যে প্রশ্ন গত কয়েক মাসে বেশি জেগেছে, তা হলো ‘কারাগার টু’ কবে আসবে? প্রশ্নটির উত্তর দিতে পারছিলেন না সিরিজটির নির্মাতা, শিল্পী কেউই। এমনকি এর প্রচারকারী প্রতিষ্ঠান হইচই কর্তৃপক্ষের কাছেও পাওয়া যায়নি নির্ধারিত তারিখ।
 
মাস দুয়েক পর এবার রহস্য উন্মোচন করলো হইচই। জানালো ‘কারাগার টু’ মুক্তির তারিখ। আগামী ১৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মটিতে আসতে চলেছে রহস্যধর্মী এই আলোচিত সিরিজের দ্বিতীয় পর্ব।
 
তবে এই তারিখ ঘোষণার ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে কৌশল। শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে হইচই-এর নতুন সিরিজ ‘বোধ’। অমিতাভ রেজা চৌধুরী নির্মিত এই সিরিজের শেষ প্রান্তেই জানানো হয়েছে ‘কারাগার টু’ মুক্তির তারিখ। 

ইতোমধ্যে যারা ‘বোধ’ দেখেছেন, তারা সকলেই বিষয়টি জেনে গেছেন।

দুই সিজনে ‘কারাগার’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। গত ১৯ আগস্ট এর প্রথম সিজন মুক্তি পায়। এরপরই তুমুল আলোচনার জন্ম দেয় সিরিজটি। এতে একজন রহস্য কয়েদীর ভূমিকায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। যিনি কথা বলতে পারেন না। তবে ইশারায় জানান, কারাগারের ১৪৫ নম্বর সেলে তিনি ২৫০ বছর ধরে বন্দী আছেন! অথচ সেই সেল টানা ৫০ বছর ধরে বন্ধ পড়ে ছিলো!


এই রহস্যের কিনারা করতে দিকভ্রান্ত হয়ে পড়েন জেলার চরিত্রের ইন্তেখাব দিনার। তার সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও আছেন এফ এস নাঈম, তাসনিয়া ফারিণ, বিজরী বরকতউল্লাহ প্রমুখ। ওদিকে জেলের প্রধান জল্লাদের ভূমিকায় আছেন আফজাল হোসেন। সেই আফজাল হোসেনই আবার সদ্য মুক্তি পাওয়া ‘বোধ’র কেন্দ্রীয় চরিত্র। 

রহস্যে মোড়ানো দুটি সিরিজকে নতুন এক রহস্যের সুতোয় জোড়া দিয়েছে হইচই। এই রহস্যের জট ‘কারাগার টু’তে পুরোপুরি খুলবে কিনা, সেটাই এখন দেখার পালা।

যদিও নির্মাতা শাওকী আগেই বলেছেন, ‘কারাগার’ নতুন সিজনেও রহেস্যর জট পুরোপুরি খুলবে না। বরং নতুন নতুন রহস্যের জাল তৈরি হবে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
অন্তর্জালহীন সময় প্রসঙ্গে মোশাররফ ও চঞ্চল
অন্তর্জালহীন সময় প্রসঙ্গে মোশাররফ ও চঞ্চল
চঞ্চল চৌধুরীর প্রশ্ন: গুলি কেন করতে হলো
চঞ্চল চৌধুরীর প্রশ্ন: গুলি কেন করতে হলো
চন্দনার নতুন গান ‘মনযমুনা’
চন্দনার নতুন গান ‘মনযমুনা’
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
বিনোদন বিভাগের সর্বশেষ
লাইফ সাপোর্টে হাসান আবিদুর রেজা জুয়েল
লাইফ সাপোর্টে হাসান আবিদুর রেজা জুয়েল
মৃত্যুর আগে শাফিন আহমেদ: আগামীতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে
মৃত্যুর আগে শাফিন আহমেদ: আগামীতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে
টরন্টো উৎসবে নির্বাচিত মাকসুদ-মেহজাবীনের ‘সাবা’
টরন্টো উৎসবে নির্বাচিত মাকসুদ-মেহজাবীনের ‘সাবা’
শাফিন শোকে জেমস: তোমার তুলনা হয় না
শাফিন শোকে জেমস: তোমার তুলনা হয় না
কনসার্ট শুরুর আগমুহূর্তে অচেতন শিল্পী, কী হয়েছিল সেদিন
কনসার্ট শুরুর আগমুহূর্তে অচেতন শিল্পী, কী হয়েছিল সেদিন