X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১২ মাস পর পর্দায় ফেরার গল্প...

সুধাময় সরকার
২৯ নভেম্বর ২০২২, ১৬:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৯:৩৫

গত বছরের নভেম্বরের পর আর তাকে পর্দায় পাওয়া যায়নি। এমনকি প্রথম ছ’মাস আড়ালে ছিলেন সোশাল হ্যান্ডেল থেকেও। এ বছরের ২৭ মে মাতৃত্বের সুখবর দিয়ে ফিরেছেন খবরে ও সোশাল হ্যান্ডেলে। কিন্তু কাজে বা পর্দায় ফেরার বিষয়ে অনুসারীরা ছিলেন ঘোর অনিশ্চয়তায়। কারণ, পুত্র সায়হান যারিবকে শক্ত আর নিজেকে ফিট করেই তো ফিরতে হবে কাজে, যদি ফেরেন!

অবশেষে পুত্রের ৬ মাস পূর্ণ করে চেনারূপেই দীর্ঘ ১২ মাসের অনুপস্থিতি কাটিয়ে পর্দায় ফিরছেন সঞ্চালক, মডেল, অভিনেত্রী মারিয়া নূর। ২৯ নভেম্বর তেমনটাই জানালেন বাংলা ট্রিবিউনকে।

তবে একটু আলাদা আবহে। চলমান ফুটবল বিশ্বকাপের কোনও শোতে চেনারূপে মিলবে না হাস্যোজ্জ্বল মারিয়াকে। তাকে পাওয়া যাবে রিয়েলিটি শোয়ের মঞ্চে। চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ-২০২৩ আসরের সঞ্চালক হিসেবে।

ফেরা প্রসঙ্গে মারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা ১২ মাস আমি পর্দার বাইরে। এই সময়টাতে আমি আসলে ফিল করেছি কাজটাকে কতটা ভালোবাসি। এমনিতেই আমি কাজ-পাগল মানুষ। এমন কোনও দিন ছিল না, আমার শুটিং বা মিটিং ছিল না। যেটা গত ১২ মাসে হয়নি। ফলে কাজটাকে প্রচণ্ড মিস করেছি। আবার কাজে ফিরছি, এটাই আপাতত আনন্দ।’

মারিয়া নূর/ ছবি: সংগৃহীত আরও আগেই পর্দায় ফিরতে পারতেন মারিয়া নূর। এমনকি চলমান বিশ্বকাপের টিভি শোতেও কাজের প্রস্তাব ছিল। কিন্তু তিনি ফিট না হয়ে পর্দায় ফিরতে চাননি। মারিয়ার ভাষায়, ‘চাইলেই ফেরা যেতো। কিন্তু পর্দার জন্য ফিটনেসটা খুব দরকারি। শুধু শারীরিক ফিটনেসই নয়, জ্ঞানের ফিটনেসও দরকারি। যেমন সব খেলা আমি এখনও দেখতে পারি না। কারণ, আমার মাথায় সারাক্ষণ থাকে পুত্র যারিব। এখনও আমি বাইরে এলে একটু পর পর মোবাইলে ওকে দেখি। বাসায় ক্যামেরা সেট করেছি ওকে যেন চোখের আড়াল না করতে পারি। ফলে এভাবে তো স্পোর্টস শো করা যায় না। তাছাড়া স্পোর্টস ইভেন্টে রাত-দিন সারাক্ষণ লেগে থাকতে হয়, যা এখন আমাকে দিয়ে সম্ভব নয়।’

তবে রিয়েলিটি শো সঞ্চালনায় সেসব বাধা থাকবে না বলে মনে করছেন মারিয়া। কারণ, সেরাকণ্ঠ-২০২৩-এর শুটিং শুরু হচ্ছে জানুয়ারিতে। এরমধ্যে মা-ছেলে দুজনেই আরও ফিট হবেন। তাছাড়া শুটিংটাও হবে নির্দিষ্ট সময়ে। তাহলে কি স্পোর্টস শোতে চেনা মারিয়াকে পেতে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে ক্রীড়াপ্রেমীদের? মারিয়া বলেন, ‘ফিটনেস নিয়ে কাজ চলছে। আশা করছি দ্রুতই ফিরবো নতুন কোনও শো নিয়ে। কারণ, পর্দায় ফেরার জন্য ফিটনেসটা খুবই জরুরি। ফলে ফিট হওয়ার আগে আমি স্পোর্টস শো বা কোনও নাটক-সিরিজ বা টিভিসি করতে চাই না। তবে এর জন্য বড়জোর আর মাস তিনেক সময় নেবো। এরমধ্যে নিশ্চয়ই নিজেকে ফিট করে ফেলবো।’

মারিয়া নূর পর্দার আড়ালে টানা ১২ মাস। এই সময়টাতে কী উপলব্ধি করলেন মারিয়া নূর। জবাবে বললেন, ‘তখন উপলব্ধিটা হলো, আমি পর্দাটাকে খুব মিস করেছি। শান্তি পেয়েছি এই ভেবে, এই কাজটাকে আসলেই আমি ভালোবাসি। কাজ ছাড়া হাত-পা ছেড়ে বসে থাকা আমার জন্য বেশ কঠিনই ছিল। মজার বিষয় হলো, এখন কাজে যখন ফেরা শুরু করছি তখন ঘটছে উল্টোটা। এখন আমি একঘণ্টার জন্য বের হলেও বাচ্চাকে প্রচণ্ড মিস করছি। একটু পর পর ওর খোঁজ নিচ্ছি। ওর কথা ভেবে অনেক প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছি। এ এক মধুর যন্ত্রণা আমার জন্য।’

মারিয়া নূরের পর্দায় ফেরা হচ্ছে জানুয়ারি থেকে। তবে গত অক্টোবর থেকেই করছেন স্টেজ শো সঞ্চালনার কাজ। যদিও পরিমাণে বেশ কম।
       
সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে চলতি বছরের ১২ মে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান যারিব।

মারিয়া নূর মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর (২০২১) মারিয়া নিজেকে নতুন আলোয় দাঁড় করালেন ওয়েব দুনিয়ায়। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী হিসেবে। এরপর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়েও অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন স্পোর্টস ঘরানার অনুষ্ঠান সঞ্চালনায় সবচেয়ে উজ্জ্বল মুখটি।

সর্বশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ শিরোনামে টিভি শো সঞ্চালনা করেন মারিয়া নূর। মারিয়া নূর

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হলেন মারিয়া
মা হলেন মারিয়া
মা হচ্ছেন মারিয়া
মা হচ্ছেন মারিয়া
ফিরছেন বিশ্বকাপ দিয়ে, যাচ্ছেন অনির্দিষ্ট ছুটিতে!
ফিরছেন বিশ্বকাপ দিয়ে, যাচ্ছেন অনির্দিষ্ট ছুটিতে!
ভারতীয় প্ল্যাটফর্মে মাওলা-মারিয়া
ভারতীয় প্ল্যাটফর্মে মাওলা-মারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’