X
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
১৭ মাঘ ১৪২৯

‘ডিজিকনসিক্স এশিয়া’ মঞ্চে বাংলাদেশের স্বর্ণজয়ী তৈমুর

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৮:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৮:৩৫

জাপানে অনুষ্ঠিত ‌২৪তম ‘ডিজিকনসিক্স এশিয়া অ্যাওয়ার্ড’ আসরে অংশ নিয়ে ঢাকায় ফিরলেন বাংলাদেশের স্বর্ণজয়ী নির্মাতা নূর ই আলম তৈমুর। 

গত ১৯ নভেম্বর রাজধানী টোকিওতে এটি অনুষ্ঠিত হয়।

২০২০ সালে ‘লিম্বো’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানান তৈমুর। গত আগস্টে এটি ‘ডিজিকনসিক্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। মূলত সেই সূত্রেই গত ১৯ নভেম্বর জাপানে অনুষ্ঠিত ‘ডিজিকনসিক্স এশিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পান তৈমুর। সেখানে ছবিটি প্রদর্শনের পাশাপাশি নির্মাতাকে সম্মাননা জানানো হয়।

তৈমুর জানান, টিবিএস টেলিভিশন কোম্পানি লিমিটেড এবং জাপানের মিনিস্ট্রি অব ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ডিজিকনসিক্স এশিয়া’ প্রতিযোগিতার লক্ষ্য হলো, এশিয়ার আগামী চলচ্চিত্র নির্মাতাদের দর্শকদের সামনে নিয়ে আসা। 

‘ডিজিকনসিক্স এশিয়া অ্যাওয়ার্ড’ মঞ্চে বিজয়ীরা সম্প্রতি ঢাকায় ফিরে নূর ই আলম তৈমুর বলেন, ‌‘চলচ্চিত্রকে আমি হৃদয়ে ধারণ করি। আমার বিশ্বাস, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশি চলচ্চিত্রের ডাক পৌঁছে যাবে সারা বিশ্বের কাছে, সগৌরবে।’

এ বছর ‘ডিজিকনসিক্স এশিয়া’ প্রতিযোগিতার মূল আসরে হংকংয়ের চলচ্চিত্র ‘মাই ডিয়ার সন’ গোল্ড অ্যাওয়ার্ড এবং জাপানের চলচ্চিত্র ‘ম্যাগনিফাইড সিটি’ গ্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। 

স্বাধীন সিনেমা নির্মাণ ছাড়াও বাংলাদেশের আইসিটি বিভাগের ‘দীক্ষা’ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছেন নূর ই আলম তৈমুর। ‘ডিজিকনসিক্স এশিয়া অ্যাওয়ার্ড’ মঞ্চে ক্রেস্ট নিচ্ছেন তৈমুর (বামে)

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কলকাতায় সিয়ামের প্রস্তুতি ও বুম্বাদা অভিজ্ঞতা
কলকাতায় সিয়ামের প্রস্তুতি ও বুম্বাদা অভিজ্ঞতা
বিয়ের কপালটা আমার খারাপ: প্রসেনজিৎ
বিয়ের কপালটা আমার খারাপ: প্রসেনজিৎ
৫ দিনে ৫০০ কোটি: গণমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকা
৫ দিনে ৫০০ কোটি: গণমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকা
পথে হলো দেখা: খানিক গল্প এবং অপার মুগ্ধতা
পথে হলো দেখা: খানিক গল্প এবং অপার মুগ্ধতা
হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর নতুন বন্ধু জুলিয়া
হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর নতুন বন্ধু জুলিয়া