X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ভালোবাসার দিনটি এখন সাবালক হয়েছে’

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৮

বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রথম প্রচারক হিসেবে বেশ পরিচিতি স্বনামধন্য সাংবাদিক-উপস্থাপক শফিক রেহমান এর। ১৯৯৩ সালে এই দিনটিকে বিশেষভাবে পালনের জন্য প্রথম এবং সর্বাধিক আহ্বান জানান তিনি। যে আহ্বানের বার্তা নানা মাত্রায় এখনও ছড়িয়ে যাচ্ছেন তিনি। বাংলাভিশনে নিয়মিত অনুষ্ঠান করছেন ভালোবাসার প্রতীক ‘লাল গোলাপ’ শিরোনামে। বিশ্ব ভালোবাসা দিবসে তার মুখেই শোনা যাক কিছু কথা।

‘লাল গোলাপ’ অনুষ্ঠানে শফিক রেহমান এটা কিছু মৌলবাদী সংস্কৃতিসেবী ছাড়া সারা বাংলাদেশে ভালোবাসা দিনটি সব বয়সের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ উপমহাদেশে বাংলাদেশেই প্রথম ভালোবাসা দিন চালু হয়েছিল ১৪ই ফেব্রুয়ারি ১৯৯৩ সালে। অর্থাৎ আজ থেকে ঠিক ২৩ বছর আগে। ভালোবাসার এই দিনটি এখন সাবালক হয়েছে। এখানে বলা উচিত ‘বিশ্ব নারী দিবস’ বা ‘বিশ্ব ছড়ি (সাদা) দিবসে’র মতো এটা জাতিসংঘ ঘোষিত কোনও দিবস নয়। এটা নেহায়েতই ভালোবাসা প্রত্যাশী মানুষদের নিজস্ব দিন। এ ক্ষেত্রে এ উপমহাদেশে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখেছে এবং রাখছে।

যে সর্বজনীনতার কথা বললাম সেটা আরও ব্যাপক হয়েছে ২০১৪ সালে এসে। ছড়িয়ে পড়েছে বাংলার গ্রামগঞ্জে-মফস্বলে-রাজধানীতে। আমরা লক্ষ করছি, গুলশান-বনানীসহ বিভিন্ন বিপণি কেন্দ্রে ভালোবাসা দিন উপলক্ষে অনেক আয়োজন করা হচ্ছে। এমনকি বাংলাদেশে কেএফসি তাদের ক্যালেন্ডার বের করে, যেখানে ১৪ই ফেব্রুয়ারিতে দুটি হার্ট এঁকে এ দিনটিকে বিশেষভাবে চিহ্নিত করেছে।

যদি আমার ক্ষমতা থাকতো তবে এই ভালোবাসা দিনটির জন্য চারটি জিনিস অবশ্যই করতাম।

এক. বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে ১৪ ফেব্রুয়ারিতে একটি ভালোবাসা কার্নিভালের আয়োজন করতাম।

দুই. বাংলাদেশের সব প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর জন্য একটি নিরাপদ ভালোবাসা পার্ক তৈরি করে দিতাম।

তিন. দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতাম।

চার. লখিন্দর বেহুলার শহর বগুড়াকে বিশ্বের এক নম্বর ভালোবাসার শহর হিসেবে ঘোষণা দিতাম।

আজকের ভালোবাসা দিনে যে বার্তাটি বিশেষ করে পৌঁছে দিতে চাই সেটা হলো, ফুল ও চকোলেটের পাশাপাশি প্রেমিক-প্রেমিকারা ইচ্ছে করলে দুটি তালা কিনে একে অপরকে লক করে চাবিটা ছুঁড়ে ফেলে দিয়ে আরও শক্ত বন্ধনে আবদ্ধ হতে পারেন।

অনুলিখন: মাহমুদ মানজুর

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং