X
মঙ্গলবার, ২৮ মে ২০২৪
১৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন লুকে রাজ চমক, সঙ্গে বুবলী

বিনোদন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১৭:০৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৯:৫২

রাজ মানেই হিট, এমন একটি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন পরাণ-হাওয়া-দামাল-শরিফুল! তবে তারও আগে থেকে তিনি যেটা চেষ্টা করে চলেছেন, সেটি হলো লুক। সম্ভবত সালমান শাহর পর ঢালিউডে নিজের লুক নিয়ে এতটা সচেতন আর কোনও সফল নায়ককে পাওয়া যায়নি।

এ পর্যন্ত প্রতিটি ছবিতেই আলাদা লুকে হাজির হয়েছেন শরিফুল রাজ। তারই নতুন সংযোগ ঘটছে ফের। রবিবার (১১ ডিসেম্বর) মিললো রাজের নতুন লুক। যদিও লুকটিকে এখনই প্রকাশের জন্য তৈরি ছিলেন না নায়ক। শুটিং চলতি মিশুক মনির ‘দেয়ালের দেশ’ সিনেমার সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো ছোট চুল আর গোঁফে অনেকটাই ব্যতিক্রম অবয়ব। সঙ্গে মিলেছে বুবলীকেও। তবে নায়িকার লুক যথারীতি একই ও মিষ্টি। রাজের নতুন লুকের কারণে রবিবার দুপুর থেকে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। আর প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে শরিফুলের পক্ষকূলে।

এতে প্রথমবার জুটি বেঁধেছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং হয়। ৫ ডিসেম্বর থেকে চলছে শেষ লটের কাজ। 

রাজ-বুবলী লুক ফাঁস প্রসঙ্গে নির্মাতা মিশুক মনি বলেন, ‘সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি আবার টিকটকে আপলোড করেছে। সেখান থেকে স্ক্রিনশট হয়ে লুকগুলো ছড়িয়েছে। এটা দুঃখজনক ঘটনা। যে করেছে, খারাপ করেছে। আমাদের কিছু শুটিং এখনও বাকি আছে। শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’

লুক ফাঁস প্রসঙ্গে রাজ কোনও মন্তব্য না করলেও ‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে পাত্র-পাত্রী দুজনে আগেই গণমাধ্যমে জানিয়েছেন, ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

‘দেয়ালের দেশ’ সরকারি অনুদান পেয়ে নির্মিত হচ্ছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘জংলি’র সব গানে প্রিন্স মাহমুদ
‘জংলি’র সব গানে প্রিন্স মাহমুদ
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
বিনোদন বিভাগের সর্বশেষ
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
ওটিটিতে আসছে ‘রাজকুমার’
ওটিটিতে আসছে ‘রাজকুমার’
ফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
সিনেমা সমালোচনাফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা