X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আরও ৪ বছর প্রতিদিন প্রচার হবে ‘সিসিমপুর’

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘সিসিমপুর’ ২০১৯ সাল থেকে প্রতিদিন প্রচার হয়ে আসছে দুরন্ত টিভিতে। সামনের ৪ বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে।

এমনটাই জানান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর গণমাধ্যম উপদেষ্টা পলাশ মাহবুব।

এ উপলক্ষে সোমবার (১৬ জানুয়ারি) সিসিমপুর কার্যালয়ে নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট এবং ইউএসএআইডি-বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষের কর্মকর্তারা ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহায়তায় গত ১৮ বছর ধরে ‘সিসিমপুর’ অনুষ্ঠানটি নির্মিত হয়ে আসছে। যা বর্তমানে বাংলাদেশের শিশু এবং অভিভাবকদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নাম। ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় চলমান ‘প্রোমোটিং এডুকেশন ফর আর্লি লার্নাস’ প্রজেক্টের আওতায় সিসিমপুরের নতুন সিজনের পর্বগুলো নির্মিত হয়েছে। টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি সিসিমপুরের ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমও অব্যাহত আছে। বর্তমানে ‘সিসিমপুর’ দেশের ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নে কাজ করছে। 

২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘সিসিমপুর’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০০৫ সালের ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচার হয়ে আসছে শিশুদের তুমুল প্রিয় এই সিরিজটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এবারের বইমেলায় নেই সিসিমপুরের পরিবেশনা
এবারের বইমেলায় নেই সিসিমপুরের পরিবেশনা
আবৃত্তিকার হালুম, টুকটুকি, ইকরি ও শিকু!
আবৃত্তিকার হালুম, টুকটুকি, ইকরি ও শিকু!
সিসিমপুরের ঘরে এবার ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড
সিসিমপুরের ঘরে এবার ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড
শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর
শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান