X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম ‘ইশরাত নিশাত পুরস্কার’ পেলেন যারা

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৩:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্রুপ থিয়েটারে অবদানের জন্য আটটি শাখায় এই পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছিলেন ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ।

গত দুই বছর নিয়মিত মঞ্চায়িত ১৭টি নাটক দেখে মূল্যায়ন করে ৭ সদস্যের জুরি বোর্ড। অধ্যাপক আবদুস সেলিমকে প্রধান করে গঠিত জুরি বোর্ডে ছিলেন ওয়াহিদা মল্লিক জলি, দেবপ্রসাদ দেবনাথ, ড. ইউসুফ হাসান অর্ক, মোহাম্মদ আলী হায়দার, ড. কামালউদ্দিন কবির ও  ড. আইরিন পারভীন লোপা।

পুরস্কারের জন্য মনোনীত আটটি শাখা হলো- সেরা নির্দেশক, সেরা নাট্যকার, সেরা অভিনেতা (নারী), সেরা অভিনেতা (পুরুষ), সেরা মঞ্চ পরিকল্পক, সেরা আলোক পরিকল্পক, সেরা সংগীত পরিকল্পক ও সেরা প্রযোজনা।

প্রথম ‘ইশরাত নিশাত পুরস্কার’ পেলেন যারা ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২-

শ্রেষ্ঠ প্রযোজনা: মাংকি ট্রায়াল (বাতিঘর)

শ্রেষ্ঠ নির্দেশক: মুক্তনীল, নাটক- মাংকি ট্রায়াল (বাতিঘর)

শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ): সুকর্ন হাসান, নাটক- রাজদ্রোহী (এথিক)

শ্রেষ্ঠ অভিনেতা (নারী): মনামী ইসলাম কনক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ নাট্যকার: বদরুজ্জামান আলমগীর, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ আলোক পরিকল্পক: অম্লান বিশ্বাস, নাটক- রায়মঙ্গল (অনুস্বর)

শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

প্রতিটি পুরস্কারের আর্থিক সম্মাননার পরিমাণ ২৫ হাজার টাকা, সঙ্গে দেওয়া হয় একটি করে ক্রেস্ট ও সনদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর অভিনেতা নির্দেশক আফজাল হোসেন ও হৃদি হকের সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্যে পুরস্কার কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ইশরাত নিশাত আমার কন্যা। ছোটবেলা থেকেই ওর বেড়ে ওঠা আমাদের হাত ধরেই। নিশাতের মা নাজমা আনোয়ার নাট্যচর্চায় যুক্ত ছিল। যার জন্য নিশাতও ছোট থেকেই থিয়েটারের সঙ্গেই বেড়ে উঠেছে। দেশের প্রগতিশীল বিভিন্ন আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে নিশাত। নিশাতের নামাঙ্কিত এই পুরস্কারের মধ্য দিয়ে নিশাত বেঁচে থাকবে এই প্রজন্মের নাট্যকর্মীদের মাঝে।’

অনুষ্ঠানে পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেন নির্ঝর চৌধুরী। থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফি পরিবেশন করেন মাশরুর ও তার দল। এছাড়া মণিপুরি মৃদঙ্গ পরিবেশন করেন বাবুলাল সিংহ ও তার দল। নাচ পরিবেশন করে দীক্ষা নৃত্যদল।

বাংলাদেশের থিয়েটার অঙ্গনের 'বিদ্রোহী কণ্ঠ' হিসেবে পরিচিত ইশরাত নিশাত ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২০২০ সালের ২০ জানুয়ারি।

তিনি প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে।

ইশরাত 'দেশ নাটক' নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন তিনি। তার মৃত্যুর তারিখে প্রতিবছর ইশরাত নিশাত নাট্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…