X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবারের যত রেকর্ড আর স্মরণীয় মুহূর্ত

জনি হক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৪

গ্র্যামি অ্যাওয়ার্ডস বিশ্বের সব সংগীতশিল্পীর কাছেই কাঙ্ক্ষিত ও সবচেয়ে মর্যাদাসম্পন্ন। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম এরেনায় ৫ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৬ ফেব্রুয়ারি সকাল) বসেছিল এর ৬৫তম আসর। এবার বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ছিল স্মরণীয় কিছু মুহূর্ত।  

লালগালিচায় টেলর সুইফট ভায়োলা ডেভিসের কীর্তি

এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড (ইজিওটি) জয়ীদের অভিজাত ক্লাবে যুক্ত হলেন আমেরিকান তারকা ভায়োলা ডেভিস। ৬৫তম গ্র্যামিতে বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং পুরস্কার জিতেছে তার আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’। ৫৭ বছর বয়সী এই তারকা বলেন, ‘ছয় বছর বয়সী ভায়োলাকে সম্মান জানাতে বইটি লিখেছি। তার জীবন, আনন্দ, কষ্টসহ সবকিছু তুলে ধরেছি।’

২০১৭ সালে ‘ফেন্সেস’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জেতেন ভায়োলা ডেভিস। এবিসি চ্যানেলের ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ টিভি সিরিজের জন্য ২০১৫ সালে এমি অ্যাওয়ার্ড পান তিনি। এছাড়া ‘কিং হেডলি টু’ (২০০১) এবং ‘ফেন্সেস’ (২০১০) নাটকের সুবাদে দুইবার টনি অ্যাওয়ার্ড উঠেছে তার হাতে।  

ভায়োলা ডেভিস এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কার জিতেছেন আরও ১৭ জন। তারা হলেন অড্রে হেপবার্ন, হুপি গোল্ডবার্গ, জন লিজেন্ড, জেনিফার হাডসন, অ্যান্ড্রু লয়েড ওয়েবার, রিটা মোরেনো, স্যার জন গিলগুড, রবার্ট লোপেজ, রিচার্ড রজার্স, হেলেন হেইস, মারভিন হ্যামলিশ, জনাথন টুনিক, মেল ব্রুকস, মাইক নিকোলস, স্কট রুডিন, টিম রাইস এবং অ্যালান মেনকেন। ভায়োলা ডেভিস তৃতীয় কৃষ্ণাঙ্গ নারী যিনি এই কীর্তি গড়েছেন।

ইতিহাস রচনার সময় ট্রাফিক জ্যামে বিয়ন্সে

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সবচেয়ে বেশি ৩২টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন আমেরিকান পপতারকা বিয়ন্সে। এবারের আসরে তার ‘রেনেসাঁ’ বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম, ‘কাফ ইট’ বেস্ট আরঅ্যান্ডবি সং, ‘প্লাস্টিক অফ দ্য সোফা’ বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স এবং ‘ব্রেক মাই সোল’ বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং স্বীকৃতি পেয়েছে। তবে ট্রাফিক জ্যামে আটকে থাকায় মঞ্চে উঠে বেস্ট আরঅ্যান্ডবি সং পুরস্কারটি নিতে পারেননি তিনি।

গ্র্যামিতে ২০ বছর ধরে ৩১টি পুরস্কার জয়ের রেকর্ড ধরে রেখেছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ সংগীত পরিচালক জর্জ সলতি। তাকে টপকে শীর্ষস্থান দখল করলেন বিয়ন্সে। বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘বেশি আবেগপ্রবণ যেন না হই সেজন্য নিজেকে ধরে রাখতে চাই। আজ রাতে শুধু পুরস্কার নেওয়ার চেষ্টা করছি।’

বিয়ন্সে প্রয়াত চাচা জনিসহ নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন বিয়ন্সে। বিখ্যাত হওয়ার আগে মঞ্চে তিনি কী পরবেন সেসব পোশাক বানিয়ে দিতেন জনি।

‘অ্যাবাউট ড্যাম টাইম’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার জয়ী আমেরিকান গায়িকা লিজোর কথায়, ‘বিয়ন্সে আমাদের শিল্পীদের শিল্পী। তিনি আমার জীবন বদলে দিয়েছেন। তার পরিবেশনা দেখতে একবার স্কুল ফাঁকি দিয়েছিলাম। তিনি আমার মধ্যে যেমন অনুভূতি ছড়িয়েছেন, আমিও গানের মাধ্যমে মানুষকে একইরকম অনুভূতি দিতে চেয়েছি।’

ট্রান্সজেন্ডার নারীর স্বীকৃতি

বেস্ট পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স পুরস্কার জিতেছে ব্রিটিশ গায়ক স্যাম স্মিথ ও জার্মান তারকা কিম পেট্রাসের ‘আনহোলি’ গানটি। কিম পেট্রাস হলেন প্রথম ট্রান্সজেন্ডার নারী যিনি এই স্বীকৃতি পেলেন। প্রয়াত ট্রান্সজেন্ডার পপ শিল্পী সোফি ও পপসম্রাজ্ঞী ম্যাডোনাকে ধন্যবাদ দিয়েছেন তিনি। পুরস্কারটি মাকে উৎসর্গ করে কিম পেট্রাস বলেন, ‘আমি জার্মানির প্রত্যন্ত জায়গায় বেড়ে উঠেছি। মা বিশ্বাস করতেন, আমি একজন মেয়ে।’ কিম পেট্রাস ও স্যাম স্মিথ

গোসলের সময় লেখা গান দিয়ে গ্র্যামি জয়

‘ইজি অন মি’ গানের জন্য বেস্ট পপ ভোকাল পারফরম্যান্স পুরস্কার জিতেছেন অ্যাডেল। এটি তার ১৬তম গ্র্যামি। নিজের ছেলে অ্যাঞ্জেলোকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি। ৩৪ বছর বয়সী এই ব্রিটিশ তারকা জানান, গানটির প্রথম কয়েক লাইন গোসলের সময় লিখেছেন। তখন স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদ ঘটিয়ে ছেলের জীবন বদলানোর কথা ভাবছিলেন তিনি। হলিউড তারকা ডোয়ায়েন জনসনের কাছ থেকে পুরস্কারটি নেন অ্যাডেল। অ্যাডেল

বনি রেইটের চমক

টেলর সুইফট ও বিয়ন্সেকে হটিয়ে সং অব দ্য ইয়ার বিভাগে ৭২ বছর বয়সী বনি রেইটের ‘জাস্ট লাইক দ্যাট’ গানের পুরস্কার জয় সবচেয়ে বড় চমক। এর কথায় তুলে ধরা হয়েছে সন্তানের মৃত্যুশোকে কাতর একজন নারীর গল্প। হৃৎপিণ্ড প্রতিস্থাপন হওয়া একজন মানুষের সান্নিধ্য পেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বনি রেইট বলেন, ‘আমি খুব অবাক। জানি না কী বলা উচিত। মনে হচ্ছে, এটা অবাস্তব কোনও মুহূর্ত।’ বনি রেইট

ভিডিও গেম সংগীত

ভিডিও গেমের জনপ্রিয়তার কথা বিবেচনা করে গ্র্যামি কর্তৃপক্ষ এবার যুক্ত করেছে বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিডিও গেমস অ্যান্ড আদার ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া বিভাগ। ভিডিও গেম সংগীত পুরস্কার জিতেছে “অ্যাসাসিন’স ক্রিড: ডন অব র‌্যাগনারক”। এর সংগীত পরিচালনা করেছেন বেহালাশিল্পী স্টেফানি ইকোনোমু।

হ্যারি স্টাইলসের দুই অর্জন

অ্যালবাম অব দ্য ইয়ার এবং বেস্ট পপ অ্যালবাম স্বীকৃতি দুটি জিতেছে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য হ্যারি স্টাইলসের “হ্যারি’স হাউজ”। ব্রিটিশ এই পপতারকাকে বেস্ট পপ অ্যালবাম পুরস্কারটি তুলে দেন জেনিফার লোপেজ। হ্যারি স্টাইলস

কনসার্ট থেকে অবসরের পর গ্র্যামি জয়

রক কিংবদন্তি ওজি ওসবোর্ন সম্প্রতি সংগীত সফর থেকে অবসরের ঘোষণা দেন। এবারের গ্র্যামিতে বেস্ট রক অ্যালবাম জিতেছে তার ‘প্যাশেন্ট নম্বর নাইন’। বেস্ট মেটাল পারফরম্যান্স স্বীকৃতি পেয়েছে ওজি ওসবোর্নের গান ‘ডেগ্রাডেশন রুলস’।

চার ঘণ্টার আয়োজন

অনুষ্ঠানে সুরের মাধুর্য ও বর্ণিল পরিবেশনায় বিমোহিত করেছেন তারকারা। পুয়ের্তোরিকান গায়ক ব্যাড বানির পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। হিপ-হপের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছিল দুই ডজনের বেশি র্যাপ শিল্পীর পরিবেশনা। প্রয়াত অলিভিয়া নিউটন-জন, আইরিন কারা, ডেভিড ক্রসবি, জেফ বেক, লরেট্টা লিন, ক্রিস্টিন ম্যাকভি, র্যাপার টেকঅফকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন বিভিন্ন শিল্পী। ব্যাড বানির পরিবেশনা

ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবার ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত গান ও সংগীতের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হয়েছে। অ্যাডেল, বিয়ন্সে ও লিজো

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...