X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমি খুবই স্বার্থপর অভিনেতা: ঋত্বিক চক্রবর্তী

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৫

স্বল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন কলকাতার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। উদ্দেশ্য- মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’র প্রচারণা। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। আগামী ২৪ ফেব্রুয়ারি দুই দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে এটি।

ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়া এবং গণমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য সম্প্রতি ঢাকায় পা রাখেন ঋত্বিক। কথা বলেছেন ‘মায়ার জঞ্জাল’র পাশাপাশি ঢাকা ও কলকাতার নানান বিষয়ে।

ঋত্বিক মনে করেন, যৌথ প্রযোজনা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এতে কাজের মান বাড়ে। তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। এটা হওয়া উচিত। আগে অনেক হয়েছে। দুই দেশের দর্শক দুই জায়গার কাজই দেখতে চান। এর মাধ্যমে আইডিয়ার যে এক্সচেঞ্জ হয়, সেটাও একটি স্বাস্থ্যকর প্র্যাক্টিস।’

শুধু সিনেমার ক্ষেত্রে নয়, পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডেই এই আদান-প্রদান থাকা উচিত বলে মনে করেন ঋত্বিক চক্রবর্তী।  

ঢাকার কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন ঋত্বিক। এর মধ্যে জয়ার সঙ্গে সর্বাধিক তিনটি এবং অপি করিমের সঙ্গে মুক্তি পেতে যাওয়া ‘মায়ার জঞ্জাল’। দুজনকে নিয়ে এ অভিনেতার মন্তব্য, ‘জয়ার সঙ্গে আমি সবচেয়ে বেশি কাজ করেছি। তিনটি ছবি, একটিতে অবশ্য তার সঙ্গে আমার কোনও সরাসরি দৃশ্য নেই। দুজনেই অত্যন্ত গুণী ও উঁচু দরের অভিনেত্রী। আসলে যে ভালো অভিনেতা, তার কাজ শুধু নিজের অভিনয়টুকু করা নয়; সহশিল্পী হয়ে ওঠার কাজও আছে তার। এই কাজটাও জয়া ও অপির কাছ থেকে অসাধারণভাবে পেয়েছি। যদিও আমি খুবই স্বার্থপর অভিনেতা। পাশের অভিনেতা খারাপ হলেও আমি চেষ্টা করবো, কোনওভাবেই ওর বাজে অভিনয় যাতে আমাকে প্রভাবিত না করে। কিন্তু যদি সে ভালো হয়, আমি চাই আর না চাই, আমার কাজ ভালো হতে থাকবে।’

কথার ফাঁকে একটি মজার তথ্যও দিলেন ঋত্বিক। কলকাতায় জয়া আহসানের নিয়মিত কাজের সূত্র ধরেই তিনি বলেন, ‘কলকাতার যে পাড়ায় জয়া থাকে, লোকে সেটাকে জয়ার পাড়া বলে।’

ঋত্বিক চক্রবর্তী ঋত্বিক জানালেন, ছোটবেলায় বাংলাদেশের বিভিন্ন ধারাবাহিক নাটক দেখেছেন তিনি। মুগ্ধ হয়েছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, হুমায়ুন ফরীদির কাজ দেখে। এছাড়া এই সময়ে এখন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী-দের কাজও দেখা হয় বলে জানান তিনি।

ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে এমন বিভিন্ন বিষয়ে আড্ডা দিয়েছেন বাংলা ট্রিবিউনের বিনোদন সম্পাদক মাহমুদ মানজুর। ‘অল্প স্বল্প গল্প’র এ আয়োজন প্রযোজনা করেছেন জনি হক।

পুরো সাক্ষাৎকার এখানে:

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া