X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সামনে এলো ‘শনিবার বিকেল’র ঝলক, নির্মাতার স্বস্তি

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২

দীর্ঘ চার বছর সেন্সরের রুদ্ধদ্বারে আটকে থাকা ছবি ‘শনিবার বিকেল’র একটি ঝলক অবশেষে সামনে এলো। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হয় ছবিটির ট্রেলার। এরপরই প্রাণভরে নিশ্বাস নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী; যে নিশ্বাস তিনি চার বছর ধরে আটকে রেখেছেন!

১ মিনিট ৪২ সেকেন্ডের এই ট্রেলারে যদিও খুব বেশি কিছু ছিল না। তবে জঙ্গি হামলার নৃশংসতার খানিকটা আঁচ দেওয়া হয়েছে। হামলাকারীর ভূমিকায় দেখা গেছে ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়দের। অন্যদিকে মৃত্যুর সামনে আতঙ্কের প্রহর গুনছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মিলন ভট্টাচার্য, গাউসুল আলম শাওন প্রমুখ। গুটিকয়েক রহস্যজনক সংলাপ আর গোলাগুলিও দেখানো হয়েছে একমুহূর্তে। 

বলে নেওয়া প্রয়োজন, ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে। যে ঘটনায় বিভিন্ন দেশের ২৪ জন নাগরিক নিহত হন এবং আহতের সংখ্যা ছিল অর্ধশতাধিক।

ট্রেলার উন্মোচনের পর স্বস্তি প্রকাশ করেছেন নির্মাতা ফারুকী। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি বলেছেন, “শনিবার বিকেল’র ট্রেলারটা কালকে রাতে বের হওয়ার পর থেকে একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে, কালো জাদুর বাক্সে আটকে থাকা প্রিয় কবুতর যেন বহু দিন পর আকাশ দেখলো।’

এই ট্রেলার বানাতে অনেকখানি বেগ পোহাতে হয়েছিল বলেও জানান ফারুকী। তার ভাষ্য, “ট্রেলার বানাতে গিয়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জে পড়েছিলাম, সেটা হচ্ছে সিনেমার অনেক গা-হিম করা মুহূর্ত আছে বা ড্রামাটিক কনফ্লিক্ট আছে বা ভাববার জায়গা আছে, যেগুলোর কোনোটাই ট্রেলারে ব্যবহার করা যাচ্ছিল না গল্পের গোপন জায়গা উন্মুক্ত হয়ে যাওয়ার ভয়ে, অথবা গল্প সম্পর্কে একটা ভুল এবং একতরফা ধারণা হয়ে যাওয়ার ভয়ে। ফলে আমি বলবো, ছবিটা দেখতে থিয়েটারে এলেই সত্যিকার ‘পরিষ্কার’ হতে পারবেন।”

ফারুকীর ফেসবুক স্ট্যাটাস ফারুকীর এই আহ্বান অবশ্য বাংলাদেশের দর্শকের জন্য নয়। কারণ, ছবিটি এখনও দেশের সেন্সরে আটকেই আছে। অন্যদিকে আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে। তাই সেখানকার দর্শকের প্রতি ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। এর অংশ হিসেবে দক্ষিণ আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে ভারতের রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। বাংলার পাশাপাশি ছবিটি ইংরেজিতেও ডাবিং করা হয়েছে।

ট্রেলার এখানে

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান