X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুর তর্জনী নিয়ে গান ‘একটা আঙুল’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৬:২৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৮:০০

আগেই জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এবার প্রকাশ হলো এই ছবির অসাধারণ এক গান। নাম ‘একটা আঙুল’।

একটা আঙুল এঁকেছিল ভোরের আলো/ একটা আঙুল বলেছিল দেশের কথা/ একটা আঙুল দেখিয়েছিলো অনেক সাহস/ সেই সাহসেই আমরা পেলাম স্বাধীনতা। এমন সমৃদ্ধ কথার গানটি কণ্ঠে তুলেছেন যৌথভাবে লাবিক কামাল গৌরব, রিয়াজুল করিম লিমন, আশীষ ভট্টাচার্য, ফারশিদ আলম, মেহবুবা মিনহাজ ও তাসমীম আনছারী হৃদি। আশীষ ভট্টাচার্য্য ও এফ এম শাহীনের কথায় গানটির সুর করেছেন আশীষ ভট্টাচার্য্য। আর তাতে সংগীতায়োজন করেন লাবিক কামাল গৌরব।

৮ মার্চ গানটি উন্মুক্ত হয় অন্তর্জালে। যাতে শিল্পীদের পরিবেশনার পাশাপাশি স্থান পায় সিনেমার কিছু দৃশ্য এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের অংশ। 

এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে ‘মাইক’ ছবিটি পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

মাইক চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন জানান, ‘২০২২ সালের ৭ই মার্চ আমরা ‘মাইক’ সিনেমার শুটিং শুরু করি লক্ষ্মীপুর থেকে। পরিকল্পনা ছিলো ২০২৩ সালের এ সময়ে ছবিটি মুক্তি দেওয়ার। এরমধ্যে শুটিংও শেষ করি আমরা। কিন্তু গত ৮ ফেব্রুয়ারি সিনেমার কালার সম্পাদনার সময় ফুটেজ চুরি হয়। যার কারণে এ মাসে মুক্তি দেয়া চ্যালেঞ্জ হয়ে গেছে। তবে আমরা খুব দ্রুত সময়ে মুক্তির ঘোষণা দিতে চাই।’

২০২০-২০২১ অর্থবছরে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পায়। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি এবং সাধারণ শাখায় ১৫টি। তারই একটি ‘মাইক’।

/এমএম/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান