X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪, ১৯:৪৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০৬

অভিনেত্রী পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির তারিখ ঘোষণা করা হলো। অনম বিশ্বাস পরিচালিত নতুন এই কন্টেন্ট হইচইয়ে আসছে আগামী ৮ নভেম্বর। সোমবার (১৪ অক্টোবর) বিকালে ওটিটি প্ল্যাটফর্মটির সামাজিক মাধ্যমে অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

‘রঙিলা কিতাব’ সিরিজে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। পোস্টারে দেখা যাচ্ছে, নায়কের এক হাতে পিস্তল, অন্য হাতে তিনি জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। পরীর চোখে-মুখে আতঙ্ক। নায়কের বুকে যেন আশ্রয় খুঁজছেন তিনি।

প্রথম ওয়েব সিরিজ হওয়ায় স্ক্রিপ্ট পড়ার পর থেকেই বেশ রোমাঞ্চিত ছিলেন পরী। তার কথায়, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সবসময় স্পেশাল। তেমনই প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের প্রথম দিন থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলাম। সহশিল্পী ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব সহযোগিতা করেছেন। এবার দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার পালা।’

‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের পোস্টারে মোস্তাফিজুর নূর ইমরান ও পরীমণি (ছবি: হইচই)

অভিনেতা মোস্তাফিজ নুর ইমরান বলেন, “ওয়েব সিরিজটির জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। এখন ‘রঙিলা কিতাব’ মুক্তির অপেক্ষায় দিন গুনছি।”

বড় পর্দায় ‘দেবী’ ও ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র পর ‘রঙিলা কিতাব’ পরিচালক অনম বিশ্বাসের নতুন কাজ। তিনি বলেন, “মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প ‘রঙিলা কিতাব’। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা সম্পৃক্ত হতে পারেন। সিরিজটির মাধ্যমে আমরা শুধু বিনোদন নয়, বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, ‘রঙিলা কিতাব’ দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।”

‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের দৃশ্যে মোস্তাফিজুর নূর ইমরান ও পরীমণি (ছবি: হইচই)

কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে অসাধারণ এক প্রেমের কিচ্ছা নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি।

হইচই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাকিব আর খান জানান, তাদের প্ল্যাটফর্মে গত ৮ আগস্ট ‘রঙিলা কিতাব' মুক্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়। 

/এমএম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
কাজের মেয়েকে নির্যাতনপরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!