X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সিনেমা করার ইচ্ছে, তাই নাটক করি না: উর্বী

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২৩, ১৮:৩৮আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:৫৬

গ্ল্যামার আর অভিনয় দক্ষতা; এই দুইয়ের সমন্বয়ে অল্প সময়েই শোবিজে নিজেকে চিনিয়েছেন প্রিয়ন্তী উর্বী। কাজের প্রশংসা যেমন মিলছে, তেমনি দর্শকের কাছেও তার পরিচিতির আকাশ বিস্তৃত হচ্ছে ক্রমশ। কাজের সংখ্যাও বাড়ছে তরতর করে।

ফলে ব্যস্ততার নদীতে সাঁতার কাটার ফাঁকে তীরে বসে নির্বিগ্নে জিরিয়ে নেওয়ার সুযোগ খুব একটা হচ্ছিল না উর্বীর। গেলো ঈদে সেই সুযোগটা আদায় করে নিলেন ব্যস্ততার কাছ থেকে। থাইল্যান্ডে গিয়ে কাটিয়েছেন এগারো দিন। সময় দিয়েছেন একান্ত নিজেকে। সেই সফর নিয়ে উর্বীর ছোট্ট প্রতিক্রিয়া, ‘অনেক ভালো একটা ট্যুর ছিল। গত এক-দেড় বছর ধরে এরকম বিরতি পাইনি। গেলো বছরের মার্চে যখন দুবাই গিয়েছিলাম, সেটাও একটা টিভিসির শুটিংয়ের জন্য। ফলে সেভাবে নিজের মতো ঘুরতে পারিনি। এজন্য এই ট্যুরটা জরুরি ছিল।’

ঘোরাফেরা পর্ব তড়িঘড়ি শেষ করে কাজের প্রসঙ্গে ঢুঁ মারা যাক। নতুন কাজের খবর জানতে চাওয়া হলো প্রিয়ন্তী উর্বীর কাছে। বাংলা ট্রিবিউনকে এ তরুণী জানালেন, কয়েকটি ওটিটি কনটেন্ট নিয়ে আলাপ চলছে। তবে চূড়ান্ত হয়নি বলে এখনই নাম-বিস্তারিত বললেন না।

প্রিয়ন্তী উর্বী/ ছবি: অভিনেত্রীর ফেসবুক নতুন একটি সিনেমায়ও যুক্ত হয়েছেন উর্বী। সেটার শুটিং অবশ্য ৬০ শতাংশ শেষ। তিনি যোগ দেবেন শিগগির। তবে সীমাবদ্ধতা থাকায় ছবিটির নাম-তথ্য দিতে পারলেন না অভিনেত্রী।

এই ফাঁকে উঠে এলো প্রিয়ন্তীর প্রথম সিনেমার প্রসঙ্গ। রায়হান রাফীর পরিচালনায় ‘স্বপ্নবাজী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। যেখানে সিয়াম আহমেদ, মাহিয়া মাহির মতো তারকাও ছিলেন। শিডিউল মোতাবেক প্রথম লটের কাজও হয়। এরপর যেন উধাও! আর কোনও খবর পাওয়া যায়নি ছবিটির।

উর্বী বললেন, “স্বপ্নবাজী’র প্রথম লটের শুটিং করেছিলাম। আমি যতদূর জানি, এটা আর হবে না। তাদের অন্তর্গত কিছু সমস্যা ছিল হয়ত। আমি তো শিল্পী, সেসব জানি না। আমি কেবল পাঁচ-ছয় দিন শুটিং করেছিলাম। এরপর শুটিং বন্ধ হয়ে যায়। আমাদেরকে জানানো হয়, কিছু সমস্যার কারণে শুটিং পেছানো হচ্ছে। এভাবে পেছাতে পেছাতে আমরাই বুঝে গেছি যে, আসলে কাজটা আর হবে না। যদিও ওরা অফিসিয়াল কোনও ঘোষণা দেয়নি। তবে হওয়ার সম্ভাবনা কম।”

প্রিয়ন্তী উর্বী/ ছবি: অভিনেত্রীর ফেসবুক প্রিয়ন্তী উর্বীর ভাবনাজুড়ে রূপালি ভুবন তথা সিনেমা আর ওটিটি কনটেন্ট। এ কারণে টিভি নাটকে সময় দিচ্ছেন না। তিনি বলেন, ‘সিনেমা করার ইচ্ছে, তাই নাটক করি না। আমার যেটা দরকার, তা হলো সুন্দর গল্প। সেটা পেলে অবশ্যই কাজ করবো। যেহেতু আমি মাত্র কাজ শুরু করেছি। তাই গল্পের দিকেই মনোযোগ দিচ্ছি। কারণ মানুষ দিনশেষে গল্পটাকেই পছন্দ করে। তবে কমার্শিয়াল, গ্ল্যামারাস কাজও হতে পারে। যদি গল্পটা ভালো হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন প্রিয়ন্তী উর্বী। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজে কাজ করার। এই ইচ্ছের অঙ্কুরোদ্গম হয় তার মামা শহীদুজ্জামান সেলিমকে দেখে। যদিও কাজের ক্ষেত্রে নিজের চেষ্টা ও সাধনা দিয়েই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বছর তিনেক আগে বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজ জগতে পা রাখেন প্রিয়ন্তী উর্বী। তার অভিনীত প্রথম নাটক ‘ভেজা বেড়াল’ প্রচার হয় ২০২১ সালের মার্চে। এরপর আরও কিছু কাজ করেছিলেন বটে। কিন্তু নজর কাড়েন গত বছরের জুনে মুক্তি পাওয়া অ্যান্থলজি ছবি ‘এই মুহূর্তে’র ‘কোথায় পালাবে বলো রূপবান’-এ অভিনয় করে। যেটি নির্মাণ করেছেন ‘হাওয়া’ খ্যাত মেজবাউর রহমান সুমন। এরপর চলতি বছরের ভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার গল্পের শর্ট ফিল্ম ‘টেক অফ’-এ অভিনয় করেও আলোচিত হন উর্বী।

প্রিয়ন্তী উর্বী/ ছবি: অভিনেত্রীর ফেসবুক ছোট্ট ক্যারিয়ার, মিশ্র অভিজ্ঞতা। তবু উর্বীর আগামী চিন্তা আপাতত শোবিজ ঘিরেই। বললেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় করতে চেয়েছি। ফটোশুট, মডেলিং কম করি। এমনকি বিজ্ঞাপনও কম করি। ফিকশনেই আমার বেশি মনোযোগ। একটা চরিত্র পেলে সেটার অনুশীলন করি, প্রস্তুতি নিই, এরপর সেটা পর্দায় দেখলে ভালো লাগে। হ্যাঁ, মাঝেমধ্যে অনেক কষ্ট হয়। দেখা যায় যে, রাতের তিনটা-চারটা পর্যন্তও শুটিং করা লাগে। কিন্তু দিন শেষে কাজটাকে যখন মানুষ ভালো বলে, তখন অনেক ভালো লাগে।’

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...