X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ধ্রুব’র জন্য বুলবুলের গান

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৯

আহমেদ ইমতিয়াজ বুলবুল ও ধ্রুব কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র জন্য গান তৈরি করছেন কিংবদন্তি গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। 

সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে এমনটাই ঘোষণা দিলেন এ বরেণ্য শিল্পী।
তিনি লেখেন ‘আমার খুব পছন্দের মানুষদের মধ্যে ধ্রুব একজন। তার নম্রতা, ভদ্রতা ও বিনয় আমাকে বার বার বিমোহিত করে। আমি ধ্রুব’র  জন্য একটি গান রচনা ও সুর করেছি। এক সপ্তাহের মধ্যে রেকর্ডিংয়ের কাজ শুরু হয়ে যাবে। আমি অবাক হই, খুব অবাক হই; কোন জাদুমন্ত্র বা মায়াজালে একজন ধ্রুব’র  প্রথম গানের শ্রোতা-দর্শক বা ভক্তের সংখ্যা ৫০ লাখেরও বেশি হতে পারে! এ এক বিরল ইতিহাস! এক অভূতপূর্ব প্রাপ্তি! এই বিশালাকার জনপ্রিয়তা শুধু সৃষ্টিকর্তার দান ছাড়া আর কিছু নয়। ধ্রুবকে এখন থেকে সুর নিয়ে গভীরতম সাধনায় ধ্যানমগ্ন হতে হবে’।
‘তোমার হৃদয় যতটুকু/দিও ততটুকু/এই টুকুতেই হবে এমন পাওয়া/যেমন আদম খুঁজে পেয়েছিলো হাওয়া’। এমন কথার গানটি সুর-সংগীতের পাশাপাশি লিখেছেন বুলবুল নিজেই।
এ প্রসঙ্গে ধ্রুব বললেন, ‘বুলবুল ভাইয়ের মত গুণী মানুষের গান আমি গাইব, এটাকে আমি তার দোয়া হিসেবে নিচ্ছি। এটা আমার জন্য বড় একটি পাওয়া’।
জানা গেছে, এ শিল্পীর প্রকাশিতব্য দ্বিতীয় অ্যালবামে গানটি স্থান পাবে।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু