X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আইফেল টাওয়ারে সিনেমার প্রিমিয়ার!

বিনোদন ডেস্ক
২২ জুন ২০২৩, ১৬:১৭আপডেট : ২২ জুন ২০২৩, ১৭:৫০

পৃথিবীর বিখ্যাত স্থাপনাগুলোর একটি আইফেল টাওয়ার। ১ হাজার ৮৩ ফুট উঁচু এই টাওয়ার প্যারিস তথা ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় কিংবা আইকনিক স্থাপনা। বিশ্ব পর্যটনেও আইফেল টাওয়ারের ভূমিকা অসামান্য। এবার এই বিখ্যাত টাওয়ারেই কিনা হতে চলেছে সিনেমার প্রিমিয়ার!

অবাক হওয়ার কারণ নেই। কেননা আইফেল টাওয়ারের নিচ তলায় বিভিন্ন স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি হলো মুভি থিয়েটার। আর সেই থিয়েটারেই দেখানো হয় সিনেমা।

তবে নতুন খবর হলো, আইফেল টাওয়ারে প্রথমবারের মতো কোনও ভারতীয় সিনেমার প্রিমিয়ার হবে। এর নাম ‘বাওয়াল’। ছবিটিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। আগামী জুলাইতে এটি মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে।

জুলাইয়ের মাঝামাঝিতে আইফেল টাওয়ারে প্রদর্শিত হবে সিনেমাটি। এতে ছবির তারকাদের সঙ্গে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। খবর ইন্ডিয়া টুডে-র। যদিও প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি সংশ্লিষ্টরা। তবে ভারতীয় সিনেমায় ‘বাওয়াল’ যে নতুন অধ্যায় সূচনা করতে চলেছে, তা অনস্বীকার্য।

‘বাওয়াল’ নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটি নিয়ে প্রযোজক সাজিদের ভাষ্য, “এটা আমার জন্য খুব স্পেশাল একটি ছবি এবং আমার অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট। এই ছবিটা প্রযোজনা করতে পারা সত্যিই খুব আনন্দের ছিল। ‘বাওয়াল’ নিয়ে আমি গর্বিত।”

‘বাওয়াল’র পোস্টারে জাহ্নবী ও বরুণ প্রসঙ্গত, আগামী ১৫ জুলাই আরও একটি ইতিহাস সৃষ্টি হবে বলিউড সিনেমায়। এ দিন অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ড’-এ প্রদর্শিত হবে ‘৮৩’ সিনেমাটি। ক্রিকেটের মক্কা খ্যাত এই মাঠে প্রথম কোনও সিনেমার প্রদর্শনী হবে, তাও আবার হিন্দি সিনেমা। কবির খান নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কপিল দেবের জীবনী অবলম্বনে নির্মিত ছবিটি বক্স অফিসে অবশ্য ব্যর্থ হয়েছিল।

/কেআই/
সম্পর্কিত
জন্মদিনে সুখবর দিলেন জাহ্নবী
জন্মদিনে সুখবর দিলেন জাহ্নবী
মাতৃভাষা জানেন না জাহ্নবী!
মাতৃভাষা জানেন না জাহ্নবী!
জাহ্নবীর দক্ষিণ জয়!
জাহ্নবীর দক্ষিণ জয়!
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’